Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টিতে সাকিবের বিকল্প হিসেবে কাকে দেখছেন হৃদয়?

Shakib-Hridoy
সাকিব ও তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

ভারত সিরিজের টি-টোয়েন্টি দলে সাকিব আল হাসানের জায়গা শতভাগ নিশ্চিত ছিল। তবে হুট করে অবসরের ঘোষণা দেওয়ায় এই সিরিজে খেলা হচ্ছ না তার। তবে এই তারকার জায়গায় নতুন কাউকে ওয়েলকাম করতে প্রস্তুত বাংলাদেশ দল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সাকিবের শেষটা সুখকর হয়নি। সাকিব সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। অবসর ঘোষণার আগে তিনি নিজেও হয়ত জানতেন না বাংলাদেশের জার্সিতে এটাই ছিল তার শেষ টি-টোয়েন্টি। তবে এবার সাকিবকে ছাড়াই নতুনভাবে শুরু করতে হবে বাংলাদেশকে।

আগামীকাল ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের পর এটাই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি। এই ম্যাচের আগে আজ শনিবার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। টি-টোয়েন্টি সাকিবের না থাকা, সাকিবের শূন্যতা কাটিয়ে ওঠাসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

আরও পড়ুন:

» শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা অস্ট্রেলিয়ার

» বিশ্বকাপে সাকিব-রোহিতের রেকর্ডে ভাগ বসালেন ৬ নারী ক্রিকেটার 

সাকিবের অনুপস্থিতিতে দলে কেমন চাপ থাকবে তা নিয়ে হৃদয় বলেন, ‘চাপ সব সময়ই থাকে। কিন্তু সেটা মাথায় থাকলে ভালোভাবে পারফর্ম করা যাবে না। আমাদের পরিকল্পনা মেনে এগিয়ে যেতে হবে। সাকিব ভাই আর নেই। তাকে আমরা মিস করবো। কিন্তু সবাইকেই একদিন না একদিন জাতীয় দল থেকে বিদায় নিতে হবে। আশা করি, তার জায়গায় নতুন কাউকে ভালোভাবে ওয়েলকাম করবো।’

বাংলাদেশ দলে সাকিবের শূন্যতা কে পূরণ করবেন। কে হবে পরবর্তী সাকিব। এ নিয়ে হৃদয় বলেন, ‘পরবর্তী সুপারস্টার কে হবেন সেটা সময়ই বলে দেবে। দিন শেষে ভালো পারফর্ম করাটাই সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। যদি আমরা ভালো পারফর্ম করে ভালো ফলাফল আনতে পারি তাহলে ভবিষ্যতে অনেকেই আসার সম্ভাবনা থাকবে।’

সাকিবের মতো ব্যাটে-বলে সমানে পারফর্ম করতে পারে এমন ক্রিকেটার এখনো বাংলাদেশে তৈরি হয়নি। তবে সাকিবের বিকল্প হিসেবে দলে জায়গা পেতে সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন মেহেদি হাসান মিরাজ। তাকেই পরবর্তী সাকিব হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন এই তিনি। এখন দেখার পালা প্রত্যাশার করটা পূরণ করতে পারেন এই অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট