ফুটবল সৌন্দর্যের অনিন্দ্য রূপ কথার রাজপুত্র লিওনেল মেসির আর্জেন্টিনা ১৯০২ সালের ২০ জুলাই প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ করে। উরুগুয়ের মোন্তেবিদেও-এ অনুষ্ঠিত প্রথম ম্যাচে উরুগুয়েকে ৬–০ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলে শুরুর ইতিহাস বর্ণিল করে আর্জেন্টিনা। সেই থেকেই দলটিকে ডাকা হয় ‘আলবিসেলেস্তা’ নামে। কিন্তু আর্জেন্টিনা ফুটবল দলকে ‘আলবিসেলেস্তা’ বলা হয় কেন?— এমন প্রশ্ন অনেকের মনেই উঁকি দেয়।
শতবর্ষী ইতিহাস সমৃদ্ধ দলটিকে ‘আলবিসেলেস্তা’ নামে ডাকার পেছনে রয়েছে আবেগময় কারণ। ‘আলবিসেলেস্তা’ ডাক নামটি আর্জেন্টাইন ফুটবলের আলাদা সত্ত্বার পরিচয় বহন করে।
আলবিসেলেস্তা শব্দের উৎপত্তি যেভাবে
লা আলবেসেলিস্তা বা আলবেসেলিস্তা একটি মিশ্র শব্দ। লাতিন ‘Albo’ এবং স্প্যানিশ ‘Celeste’ মিলে Albicelestes শব্দের উদ্ভব।
লাতিন শব্দ ‘Albo’ মানে সাদা এবং স্প্যানিশ শব্দ ‘Celest’ হলো আকাশি বা আকাশের মতো নীল, অর্থাৎ উজ্জ্বল নীল। এই রং আর্জেন্টিনার জাতীয় পতাকা ও জার্সির বৈশিষ্ট্যকেও নির্দেশ করে।
সুতরাং, Albicelestes এর শাব্দিক অর্থ সাদা এবং আকাশের মতো নীল অথবা সাদা ও আকাশের মতো উজ্জ্বল নীল রঙের পট। দুয়ে মিলে হয় সাদা-আকাশি বা আকাশি-নীল।
আরও পড়ুন :
» বীরের বেশে দেশে ফিরলেন মেসিরা, স্বাগত জানাল লাখো মানুষ
» প্লেয়ার্স বায়োগ্রাফি: লিওনেল মেসি
» ২০২৬ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
আর্জেন্টিনা ফুটবল দলকে ‘আলবিসেলেস্তা’ বা আলবিসেলেস্তে নামে ডাকার যে কারণ
আর্জেন্টিনা ফুটবল দলের ডাকনাম আলবিসেলেস্তা। জাতীয় পতাকা আকাশি-নীলের বাহারে সাজানো বলেই আর্জেন্টিনাকে ‘লা আলবিসেলেস্তে’ বলা হয়। দলটির সাদা জার্সির ওপর মোটা আকাশি রঙের ডোরা এই নামকে আরও অর্থপূর্ণ করেছে। সেই থেকে টিম আর্জেন্টিনার পরিচিতি ‘আলবিসেলেস্তা’ বা আলবিসেলেস্তে।
ফিফা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দলের একটি আর্জেন্টিনা, দলটি এখন পর্যন্ত তিনবার বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরেছে। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে ফিফা বিশ্বকাপ জিতেছে দলটি। সর্বপ্রথম ১৯১২ সালে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা— ফিফার সদস্যপদ পায় আর্জেন্টিনা। পরে ১৯১৬ সাল থেকে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হয়।
আরও পড়ুন :
» আর্জেন্টিনার জার্সিতে যতগুলো ফাইনাল খেলেছেন মেসি
» মেসির গায়ের সেই ‘বিশত’ কিনতে আকাশ ছোঁয়া মূল্য প্রস্তাব
ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৩/এজে/এমএইচ/এসএ