বর্তমানে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে ভারতে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে এরই মধ্যে শেষ হয়েছে লাল বলের সিরিজে প্রথম ম্যাচ। আর ভারত-বাংলাদেশ এই সিরিজের দিকে গভীর মনোযোগ রাখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
কেননা নভেম্বর মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক ‘বোর্ডার গাভাস্কার ট্রফি’ সিরিজ খেলবে ভারত। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ নিয়মিতভাবে আয়োজন হয়ে আসছে এই দুই দেশের মাঝে। ২০১৬-১৭ মৌসুম থেকে টানা তৃতীয় বারের মতো এই সিরিজের শিরোপা নিজেদের করে রেখেছে ভারত।
এর আগে সর্বশেষ এই সিরিজে ভারতের জয়ে অসাধারণ ভূমিকা রেখেছিলেন রিশভ পান্থ। যেখানে হয়েছিল চার ম্যাচের টেস্ট সিরিজ। যার প্রথম তিন ম্যাচে সমান একটি করে জয় পেয়েছিল উভয় দল। তবে শেষ ম্যাচের, শেষ দিনের, শেষ মুহূর্তে- এসে ভারতকে ম্যাচ জিতিয়ে সিরিজের শিরোপা এনে দেন পান্থ।
পান্থকে নিয়ে কামিন্স বলেন, ‘প্রতিটা দলেই একজন বা দুজন খেলোয়াড় থাকে, যারা ম্যাচ বের করে আনে। অস্ট্রেলিয়ায় যেমন আছে ট্রাভিস হেড ও মিচেল মার্শ। আমি মনে করি, এরা আগ্রাসী থাকবে আর ম্যাচ বের করে আনবে। ঠিক যেমনটা করে থাকেন রিশভ পান্থ।
পান্থকে নিয়ে এরপরই নিজের দলের সতর্ক থাকতে বললেন বিশ্বকাপজয়ী এই অজি অধিনায়ক, ‘সে রিভার্স খেলতে পারে। এটা অসাধারণ একটা শট আর বিষয়টা তার জন্য সহজাত। তাছাড়া সে এমন একজন ক্রিকেটার যে একাধিক সিরিজে বড় ভূমিক রেখেছে। আমাদের তাকে নজরে রাখতে হবে ও আটকানোর চেষ্টা করতে হবে।’
রিশভ পান্থ কতটা কঠোর মানসিকতার ক্রিকেটার তা বোঝা যায় তার অসাধারণ কামব্যাক দিয়ে। গত ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। এরপর ৬৩২ দিনের ব্যবধানে টেস্ট ক্রিকেটে ফিরেই বাংলাদেশের বিপক্ষে তুলে নিয়েছেন সেঞ্চুরি। আর তাই স্থানীয় গণমাধ্যমের দাবি আসন্ন অস্ট্রেলিয়া সফরেও দলে থাকছেন এই ক্রিকেটার।
আরও পড়ুন: কানপুরের উইকেটে কেমন হতে পারে বাংলাদেশের পরিকল্পনা?
ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৪/এফএএস