Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে কেন ফেভারিট বললেন বাশার?

Habibul Basar talk about Team India
ভারতকে ফেভারিট বললেন হাবিবুল বাশার। ছবি- সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। যেখানে বাংলাদেশ তাদের শিরোপা মিশন শুরু করবে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে এবার সেই ভারতকেই টুর্নামেন্টের জন্য ফেভারিট দল বললেন সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

তবে অপরদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসার আগে শিরোপা জয়ের কথা বলেই দেশ ছেড়েছিলেন শান্তরা। তবুও শেষ পর্যন্ত ভারতকে কেন শিরোপা জয়ের জন্য ফেভারিট হিসেবে তকমা দিলেন বাশার, জানিয়েছেন তার ব্যাখ্যাও।

এক আলোচনায় হাবিবুল বাশার বলেন, ‘ভারত দুবাইয়ে আইসিসি বা এসিসির বৈশ্বিক সব টুর্নামেন্ট খেলে অভ্যস্ত। এ ব্যাপারটি ছাড়াও তারা দারুণ ভারসাম্যপূর্ণ দল, যা তাদেরকে ফেবারিট করে তুলেছে।’

দুবাইয়ের কন্ডিশনে ভারত সুবিধা পাবে বলে মনে করেন তিনি, ‘স্কোয়াডে স্পিনারদের প্রাধান্য দিয়েছে। কারণ, এই কন্ডিশনে স্পিন বড় ভূমিকা রাখে। ভারতের স্পিন আক্রমণ বৈচিত্র্যময় ও কার্যকর। তা ছাড়া দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতেও ভারত সুবিধা পাবে– দর্শক, পরিবেশ, সবকিছুই তাদের পক্ষে থাকবে। তাই মাঠের খেলায় ভারত এগিয়ে থাকবে বলে মনে করি।’

অবশ্য উইকেট কন্ডিশন কতটা কার্যকর হবে তা বলা যায় না। কেননা জানা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নতুন উইকেটে। যার কারনে স্বাভাবিকের মতো এই মাঠে বল স্লো হবে না এবং খুব বেশি সুবিধা পাবেন না স্পিনাররা।

আরও পড়ুন:

» মাঠে গড়ালো চ্যাম্পিয়ন্স ট্রফি, টস জিতলো পাকিস্তান

» ইনশাআল্লাহ ভালো কিছু হবে : সাব্বির রহমান

প্রতিবেশী এই দেশ ছাড়াও আরও একটি দলের পক্ষে নিজের মতামত রেখেছেন হাবিবুল বাসার। ফাইনালের অশায় ভারতের সাথে তিনি রাখছেন অস্ট্রেলিয়াকে।
যেখানে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া কঠিন। দুই দলেই মেধাবী ক্রিকেটারের ছড়াছড়ি।’

‘তাদের বড় বড় টুর্নামেন্টের ফাইনাল খেলার রেকর্ড দেখুন, তাতে অনিবার্যভাবে (সম্ভাব্য চ্যাম্পিয়ন) এসে যায় তাদের নাম।’– যোগ করেন তিনি। ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারও নিজেদের সম্ভাব্য চ্যাম্পিয়ন দাবি করছে। যদিও অজিদের সরিয়ে রেখে সেমির অন্য তিনি বেছে নিয়েছেন ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে।

উল্লেখ্য, আজ ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের গ্রুপে ভারত ছাড়াও আছে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে খেলা হবে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি।

ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট