আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না ভারতের উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুলের। দীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন তিনি। তবে তাকে ছন্দে ফিরতে পরামর্শ দিয়েছে ভারতের সাবেক কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী।
ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। সদ্য সমাপ্ত এই সিরিজের প্রথম টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানে দুই ইনিংসে তার স্কোর ছিল ০ ও ১২। এমন ব্যর্থতার পর সিরিজের বাকি দুই টেস্ট থেকেও বাদ পড়েন তিনি।
এরপর বর্ডার-গাভাস্কার ট্রফিকে সামনে আগেভাগেই অস্ট্রেলিয়ায় এসেছিলেন রাহুল। ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে একটি আনঅফিশিয়াল টেস্ট খেলেছেন তিনি। তবে সেখানেও ব্যর্থ হয়েছেন এই তারকা। দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৪ রান করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল।
আরও পড়ুন:
» ‘মেসির সমপর্যায়ে নেইমার, কিন্তু রোনালদোর থেকে ভালো’
» আইপিএল মেগা নিলাম : চেন্নাইয়ের রাডারে আছেন যারা
তবে বর্ডার-গাভাস্কার ট্রফিতে পার্থে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টে খেলবেন না রোহিত শর্মা। তার পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে পারে রাহুলকে। আর এই সিরিজ শুরুর আগে রাহুলকে নিজের মুখ আয়নায় দেখতে বলেছেন সৌরভ গাঙ্গুলী। মূলত ছন্দ ও আত্মবিশ্বাস ফিরে পেতেই রাহুলকে এমন পরামর্শ দিয়েছেন তিনি।
সৌরভ গাঙ্গুলি বলেন, ‘খেলায় আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ। ওর (রাহুল) উচিত নিজের সঙ্গে কথা বলা। ক্যারিয়ারে উত্থান-পতন থাকবেই। আত্মবিশ্বাসও বাড়ে-কমে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাকে আয়নায় নিজের মুখ দেখতে হবে। নিজেকে বোঝাতে হবে তুমি পারবে। আর তাতেই আত্মবিশ্বাস ফিরবে।’
এদিকে পার্থ টেস্টের আগে রাহুলকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কনুইয়ে চোট পেয়েছেন তিনি। তবে পুনরায় অনুশীলনে দেখা গেছে তাকে। সব ঠিক থাকলে আগামী ২২ নভেম্বর পার্থ টেস্টে ভারতের মূল একাদশে এই উইকেটরক্ষক ব্যাটারকে দেখা যাবে।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৪/বিটি