Connect with us
ফুটবল

বাংলাদেশের পুরোনো ইতিহাস কেন মনে করালেন সিঙ্গাপুরের কোচ?

bangladesh women football team and singapore coach
সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর নারী দলের কোচ করিম বেনসেরিফা। ছবি- বাফুফে

বাংলার বাঘিনীদের কাছে স্রেফ উড়ে গেছে সিঙ্গাপুরের মেয়েরা। ফিফা প্রীতি ম্যাচে সোমবার ঘরের মাঠে সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলার তরুণ তুর্কি তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমার জোড়া গোলেই গোল বানে ভেসে যায় সিঙ্গাপুরের মেয়েরা।

এদিকে বাংলাদেশের কাছে এমন হারের পর সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর নারী দলের কোচ করিম বেনসেরিফা বলেছেন, আমরা কঠিন শিক্ষা পেয়েছি, তা থেকে শিক্ষা নেব।

করিম বেনসেরিফা বলেন, আপনারা যদি ৪ থেকে ৫ বছর আগের বাংলাদেশ দলের দিকে তাকান; দেখবেন তারাও এমন ছিল। তারাও (বাংলাদেশ) একসময় জাপানের বিপক্ষে ৮-০ গোলে হেরেছিল। তারা তখন কঠিন শিক্ষা পেয়েছিল, তা থেকে শিখেছে এখন ফল পেতে শুরু করেছে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে আমাদের পার্থক্যটাও এমন। বাংলাদেশও যে মাত্র দুদিনে ফল পাচ্ছে তা কিন্তু নয়। অনেক কঠোর পরিশ্রমের ফল এটা, এটাকে আমি কুর্নিশ করি।

আমারা নতুনদের সুযোগ দিচ্ছি। এমনকি আজকের ৮-০ স্কোরশিটের পর আমরা কঠিন একটা শিক্ষা পেলাম। তা থেকে শিক্ষা নেব।

এর আগে প্রথম ম্যাচেও ৩-০ গোলে পরাজিত হয় সিঙ্গাপুরের মেয়েরা। সে ম্যাচের ন্যায় আজকের ম্যাচেও তেমন কোন তেমন শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা। দুই ম্যাচ সিরিজে ২-০ তে বিজয়ী বাঘিনীরা।

আরও পড়ুন: সিঙ্গাপুরকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল