Connect with us
ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে কেন ভারতের অসন্তোষ?

ভারত ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে আজ নিজেদের একমাত্র ওয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রথমবারের মতো এই অস্থায়ী স্টেডিয়াম তৈরি করা হয়েছে। তবে এই ভেন্যুতে অনুশীলন করার কোন সুযোগ সুবিধা নেই।

বিশ্বকাপে যে সকল দলের খেলা এই ভেনুতে হবে তাদের অনুশীলনের জন্য নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের কাছেই রয়েছে ক্যান্টিয়াগ পার্ক। ওয়ার্ম আপ ম্যাচ সামনে রেখে বাংলাদেশ ও ভারত দলও এই ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী অনুশীলনের সুবিধা নিয়ে দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড় অসন্তোষ জানিয়েছেন।

গতকাল অনুশীলনে তিনটি ড্রপ-ইন পিচে নেট সেশন করেছেন ভারতের ব্যাটাররা। ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘পিচ থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা এই মাঠের সবকিছুই অস্থায়ী। এটা বলা নিরাপদ হবে এখানকার সবকিছুই গড়পড়তা মানের। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে দল।’

এই বিষয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে জানার চেষ্টা করে সংবাদমাধ্যমটি। যদিও আইসিসি ভারতের অসন্তোষের ব্যাপারটি উড়িয়ে দিয়েছে। আইসিসি জানিয়েছে, ‘ক্যান্টিয়াগ পার্কের অনুশীলন সুবিধা নিয়ে কোনো দল এখন পর্যন্ত অভিযোগ বা উদ্বেগ প্রকাশ করেনি।’

এছাড়াও সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, অনুশীলনের সময় পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও ছিল না মাঠে। খেলোয়াড়রা এ নিয়ে বেশ নাখোশ ছিলেন। খাবার নিয়ে উদ্বেগ সরাসরি বিসিসিআইয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে। এছাড়া সাংবাদিকদের খাবার পরিবেশন করা হয়েছিল বক্সের মাধ্যমে।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে মুস্তাফিজকে শুভকামনা জানিয়েছে চেন্নাই

ক্রিফোস্পোর্টস/১জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট