Connect with us
ক্রিকেট

প্রোটিয়াদের কাছে অধিনায়ক বাভুমার এত গুরুত্ব কেন?

প্রোটিয়াদের কাছে অধিনায়ক বাভুমার এত গুরুত্ব কেন?

আপনার কাছে শক্তিশালী সৈন্যদল রয়েছে, কিন্তু একজন দক্ষ সেনাপতি নেই। তাহলে কখনোই যুদ্ধ জয়ে এগিয়ে থাকতে পারবেন না। একটি দলের প্রতিটি সদস্যকে আরো বেশি কার্যকর করে তোলেন একজন সুদক্ষ নেতা। সেই নেতার কাজটিই চলতি বিশ্বকাপে করে যাচ্ছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন দলকে। বাভুমার হাত ধরে আট বছর পর পুনরায় বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। ভক্ত সমর্থকরা চেয়ে আছেন এবারই হয়তো ছুঁয়ে দেখা হবে স্বপ্নের বিশ্বকাপ। সেই লক্ষ্যে দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে গোটা দল।

প্রোটিয়া দলে কতটা গুরুত্বপূর্ণ ছোটখাটো গড়নের দেখতে এই খেলোয়াড় তা বলার অপেক্ষা রাখে না। বোলিংয়ের সময় প্রতিনিয়ত বোলারদের সাথে কথাবার্তা বলেন। বিভিন্ন প্ল্যান ও টিপস দিতে থাকেন। দলের অন্যতম সেরা ফিল্ডার তিনিই নিঃসন্দেহে। বিশ্বকাপে জ্বলে উঠতে না পারলেও নিজের দিনে ওপেনিংয়ে ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি তা সকলেরই জানা।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়লেও সেটি নিয়ে খেলা চালিয়ে গেছেন বাভুমা। তবে সেমিফাইনালে অজিদের বিপক্ষে মাঠে নামার আগেই সেরে উঠবেন এই ওপেনিং ব্যাটসম্যান এমটাই মন করছে টিম ম্যানেজমেন্ট।

প্রোটিয়া দলের পক্ষ থেকে বাভুমার ইনজুরি সমস্যা নিয়ে বলা হয়, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাভুমা ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। প্রোটিয়া মেডিকেল দল তাকে পর্যবেক্ষণ করছে এবং আগের থেকে অনেক উন্নতি করেছে।’

বারবার বড় আসরের নকআউট পর্বে হোঁচট খায়ে যায় দক্ষিণ আফ্রিকা। এমন পরিস্থিতিতে বাভুমার মতো নেতৃত্ব সম্পন্ন একজন অধিনায়ক অবশ্যই প্রোটিয়া দলে গুরুত্ব রাখে। দলও চাইবে তার মত নেতার হাত ধরে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে।

আরও পড়ুন: লঙ্কান ক্রিকেটের দুরাবস্থা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য রানাতুঙ্গার

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট