Connect with us
ক্রিকেট

রোহিতের পরিবর্তে হার্দিক কেন অধিনায়ক, জানালেন মুম্বাইয়ের কোচ

Rohit sharma and Hardik Pandya
আইপিএলে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া। ছবি- ক্রিকবাজ

আইপিএলের গেল আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলা হার্দিক পান্ডিয়াকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে চমক জাগে মুম্বইয়কে পাঁচবার শিরোপা জেতানো অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের দায়িত্ব দেয়ায়। কম বিতর্ক হয়নি এই সিদ্ধান্ত নিয়ে।

তবে বিশ্বকাপে ইনজুরির কারণে হার্দিক পান্ডিয়া লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার পর এবং বেশ কিছুদিন রোহিত জাতীয় দলের বাইরে থাকায় অনেকটা থেমে গিয়েছিল সেই আলোচনা-সমালোচনা। তবে গতকাল ফের এই বিষয়ে কথা বলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার।

অধিনায়কত্বে পরিবর্তন আনা নিয়ে তিনি বলেন, ‘আমরা হার্দিককে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। এটা আমার কাছে একটা পরিবর্তনের সময়। কিন্তু ভারতে এটা সকলে বোঝে না। এখানে একটা আবেগ কাজ করে। আমি চেষ্টা করব রোহিতের থেকে ব্যাটার হিসাবে সেরাটা বের করে আনতে। রোহিত ওর ব্যাটিংটা উপভোগ করুক।’

আইপিএলে অধিনায়ক হলে ক্রিকেটের বাইরেও চাপ বাড়বে রোহিতের। তাকে চাপ মুক্ত করতেই এমন সিদ্ধান্ত, ‘আইপিএলে শুধু ক্রিকেট নয়, আরও কিছু থাকে। ওখানে ফটোশ্যুট হয়। আরও অনেক কিছু হয় যেগুলোর সঙ্গে ক্রিকেটের কোনও সম্পর্ক নেই। ওগুলো বিজ্ঞাপনের জন্য প্রয়োজন। সেখানে অধিনায়ককে থাকতে হয়।’

মার্ক বাউচার আরও মনে করেন রোহিত শর্মাকে অধিনায়কত্বের বাড়তি চাপ থেকে সরানোয় তার কাছ থেকে ব্যাটিংয়ের পূর্ণ সার্ভিস পাবে মুম্বাই ইন্ডিয়ান্স। আবার হার্দিক পান্ডিয়ার মত পরীক্ষিত ক্রিকেটারকে দলে নতুন দায়িত্ব দিয়ে ভালো কিছু করে দেখাবে ফ্রাঞ্চাইজিটি।

আরও পড়ুন: জাতীয় দলে কোচ নিয়োগের ইন্টারভিউ আজ, আবেদন করেছেন স্টুয়ার্ট ল

ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট