চোটের কারণে এক ম্যাচ বাকী থাকতেই বিশ্বকাপ শেষ হয়ে যায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের। এরপর দেশে ফিরে আবার পাড়ি জমান যুক্তরাষ্ট্রে তার পরিবারের কাছে। তবে গতকাল আবারও দেশে ফিরেছেন তিনি।
দেশে ফিরেই আজ হঠাৎ করে বিসিবিতে এসেছেন সাকিব। বিসিবির এক সূত্র থেকে জানা যায়, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করার জন্য মিরপুরে আসেন তিনি। ব্যর্থ বিশ্বকাপ মিশনের পরই সাকিবের সঙ্গে বৈঠকে বসার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
মিরপুরে আসার পর সাকিবের দুই সতীর্থ এনামুল হক বিজয় ও মোসাদ্দেক সৈকতের সঙ্গেও দেখা হয়েছে। দেখা করার মহূর্তের একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মোসাদ্দেক।
এর আগে বিশ্বকাপে নিজেদের ৮ম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন সাকিব। জয়ের সেই রাতে চোট নিয়ে খেলেই দলকে জেতান তিনি। এরপর এক ম্যাচ বাকী থাকতেই দেশে ফিরে আসেন তিনি।
চোটের কারণে প্রায় ৪ সপ্তাহরও বেশি সময় মাঠের বাইরে কাটাতে হবে সাকিবকে। এজন্য আসন্ন নিউজিল্যান্ড টেস্ট সিরিজেও থাকছেন না দলের এই নিয়মিত অধিনায়ক।
আরও পড়ুন: তবে কি প্লে-অফ খেলে বিশ্বকাপে যেতে হবে ব্রাজিলকে?
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৩/এমটি