ফাইনালের মধ্য দিয়ে কাল (শুক্রবার) পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আসরের সফলতম দল চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং এখনো বিপিএলে শিরোপার স্বাদ না পাওয়া ফরচুন বরিশাল। ফাইনাল ম্যাচের আগে আজ (বৃহস্পতিবার) পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলে হয়ে গেল বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান।
তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে, ট্রফি উন্মোচনে দুই দলের অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাসের উপস্থিত না হওয়ার বিষয়টি। কেননা ফাইনালের আগের এই ফটোশুটে দুই দলের অধিনায়ককেই উপস্থিত থাকতে হয়। সেখানে আজ কোন ফ্র্যাঞ্চাইজিরই নিয়মিত অধিনায়ক আসেননি।
ফরচুন বরিশালের কাপ্তান তামিম ইকবালের বদলে ফটোসেশনে অংশ নেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে ফটোসেশনে যোগ দেন ব্যাটসম্যান জাকের আলী।
বিষয়টি নিয়ে বিশেষ করে তামিমের না আসা নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে ভক্ত-সমর্থকদের মধ্যেও তুমুল আলোচনার জন্ম দেয়। নানা ধরনের গুঞ্জনও বাতাসে ভাসতে থাকে। তবে আজকের ফটোশুটে আসতে না পারার কারণ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে একটি স্ট্যাটাস দিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম। না আসতে পারায় সেখানে তিনি দুঃখও প্রকাশ করেছেন।
স্ট্যাটাসটিতে খান সাহেব জানান, গতকালের কোয়ালিফায়ার ম্যাচ শেষে সকল আনুষ্ঠানিকতা শেষ করে তাদের হোটেলে ফিরতে অনেক লেট হয়ে যায়। পাশাপাশি দলের ফাইনালে ওঠার উদযাপন উপলক্ষে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেও বিশেষ আয়োজন করা হয় রাতে। সাথে অধিনায়ক হিসেবেও তার বাড়তি ব্যস্ততা থাকায় আগে থেকেই নির্ধারিত সময় সকাল সাড়ে আটটায় আহসান মঞ্জিলে তার উপস্থিত হওয়াটা সম্ভব ছিল না। এজন্য তিনি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ভক্ত-সমর্থকদের কাছেও দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি এই আসরটির প্রতি তার সম্মানের বিষয়টিও তিনি স্ট্যাটাসের শেষ অংশে তুলে ধরে আবারও দুঃখ প্রকাশ করেন।
আগামীকালকের ফাইনাল জিততে পারলে আসরে হ্যাট্রিক শিরোপা পূরণ করবে ভিক্টোরিয়ান্সরা। অপরদিকে তামিমের ফরচুন বরিশালের সামনে প্রথম শিরোপা জয়ের হাতছানি। ম্যাচটি শুরু হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
আরও পড়ুন: বিপিএলের ফাইনাল ম্যাচে সময়ের কিছুটা পরিবর্তন
ক্রিফোস্পোর্টস/২৯ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি