সর্বশেষ দীর্ঘ এক দশক আগে বাংলাদেশের মাটিতে বসেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসির বোর্ড সভা। এবার ২০১৪ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে নিজেদের বোর্ড সভা আয়োজন করতে যাচ্ছে আইসিসি। আগামী অক্টোবরে এই সভাটি আয়োজিত হবে বলে নিশ্চিত করেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আইসিসির আসন্ন বোর্ড সভার জন্যে ভেন্যু হিসেবে বাংলাদেশের নাম নির্ধারণ করেছে আইসিসি। গতকাল রোববার (২৮ জুলাই) বিষয়টি জানা যায়। অক্টোবরে হতে যাওয়া আইসিসির এই বোর্ড সভা বেশ গুরুত্বপূর্ণ।
কেননা আইসিসির বর্তমান কমিটির সর্বশেষ বোর্ড সভা এটি। সবার পাশাপাশি নতুন নির্বাচন হয়ে যেতে পারে ঢাকাতেই, এমনটাও জানা গেছে। এই বোর্ড সভার এজেন্ডা হিসেবে থাকবে আইসিসি নির্বাচন, আর্থিক কাঠামো ও ভবিষ্যৎ সফর পরিকল্পনা। অপরদিকে অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।
সবকিছু মিলিয়ে আইসিসির এই বোর্ড সভার দিকে নজর থাকবে সকলের। গতকাল এই সভা নিয়ে পাপন বলেন, ‘আইসিসির পরবর্তী বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা। নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। বর্তমানে যিনি চেয়ারম্যান (আইসিসির) আছেন, অক্টোবরে তার শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেয়ার কথা আছে। এটা এর মধ্যেই হয়ে যেতে পারে।’
ঢাকায় হতে যাওয়া এই সভা বেশ গুরুত্ব সহকারে দেখছেন বিসিবি সভাপতি, ‘আইসিসির বর্তমান কমিটির মেয়াদ এখন যেহেতু শেষ দিকে, কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে, যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যে সকল সিদ্ধান্ত হবে, তা কিন্তু পরবর্তী আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী পরিমাণ হবে, এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্যে।’
নাজমুল হাসান পাপন জানিয়েছেন এই ভোট সভা নিয়ে তার ভাবনার কথা। ভবিষ্যতে যাতে বাংলাদেশ সুবিধা জনক অবস্থানে থাকতে পারে তাই নিজের পরিশ্রম করার কথাটিও জানালেন, ‘আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়েই আমার সময়টা ব্যয় করছি। যেন ভবিষ্যতে (বিসিবি সভাপতি) যে-ই আসুক, আইসিসি ও এসিসি থেকে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়।’
আরও পড়ুন: বাংলাদেশে বসতে যাচ্ছে এশিয়া কাপের আসর
ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৪/এফএএস