Connect with us
ফুটবল

ফ্রান্সের হয়ে কেন খেলতে চান না এমবাপ্পে?

Kylian Mbappe_France
কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

উয়েফা নেশনস লিগের এবারের মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো জাতীয় দল থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। গত অক্টোবরে ইনজুরির অজুহাত দিয়ে জাতীয় দল থেকে নাম প্রত্যাহার করে নিলেও এবার নভেম্বরের নেশনস লিগের ম্যাচে কোচ দিদিয়ের দেশমই তাকে দলে রাখেনি।

গুঞ্জন রয়েছে, দিদিয়ের দেশম ও এমবাপ্পের সম্পর্কে ফাটল ধরেছে। ফ্রান্সকে টানা দুইবার ফাইনালে তোলা এই কোচের অধীনে আর খেলতে চান না এই রিয়াল মাদ্রিদ তারকা। মূলত ফ্রেঞ্চ সাংবাদিক রোমান মোলিনার এক মন্তব্যের ভিত্তিতে এমন খবর জানিয়েছে গোলডটকম

রোমান মোলিনার মতে, কিলিয়ান এমবাপ্পের ও কোচ দিদিয়ের দেশমের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। নভেম্বরের ফিফা উইন্ডোর জন্য ঘোষিত ফ্রান্স দলে এমবাপ্পেকে না রাখায় তিনি দেশমের অধীনে আর খেলতে চান না।

আরও পড়ুন:

» জাকের-নাসুমের কল্যাণে আড়াইশো পেরোলো বাংলাদেশ

» ভারতের চাওয়া হাইব্রিড মডেল, মানবে কি পাকিস্তান?

এর আগে অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগের দুটি ম্যাচ খেলেছে ফ্রান্স। তবে ইনজুরিতে থাকায় সেই দলে নাম লেখাননি এমবাপ্পে। তবে জাতীয় দলে ইনজুরির কারণ দেখিয়ে না খেললেও ক্লাবের হয়ে খেলেছেন। অনেকের মতে এই ক্ষোভ থেকেই এবার নভেম্বরের ম্যাচে তাকে রাখেনি কোচ।

mbappe and deschamps

দিদিয়ের দেশম ও কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত  

এমবাপ্পে দলে না রাখার কারণ হিসেবে দেশম জানিয়েছিলেন, ‘তাকে (এমবাপ্পে) দলে না নেওয়ার ব্যাপারে ভেবেছিলাম এবং শেষ পর্যন্ত সেটাই করেছি। আমার মনে হয়েছে এটাই সঠিক সিদ্ধান্ত। আর এটা নিয়ে আমি তর্কে যেতে চাই না।’

বেশ কয়েকদিন ধরেই চেনা ছন্দে নেই এমবাপ্পে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে আশানুরূপ খেলা উপহার দিতে পারেননি এই তারকা। সেখানে নিজের পছন্দের পজিশনে খেলতে পারছেন না তিনি। এবার বাদ পড়েছেন জাতীয় দল থেকে। সবমিলিয়ে বাজে সময় পার করছেন এই বিশ্বকাপজয়ী তারকা।

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল