এবারের বিশ্বকাপটা মোটেও সুখকর হচ্ছে না টাইগারদের জন্য। পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের দশে রয়েছে তারা। টাইগারদের এই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সাকিব আল হাসানও। বোলিংটা মোটামুটি হলেও ব্যাটিংয়ে সম্পূর্ণ ব্যর্থ তিনি।
গতকাল (২৪ অক্টোবর) মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার সাথে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হারে টাইগাররা। ম্যাচ শেষে দলের সাথে কলকাতা না গিয়ে সরাসরি ঢাকায় চলে আসেন সাকিব। আজ সকালে ঢাকায় পৌঁছে মিরপুরে অনুশীলন করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার সাথে হারের দিনেও হাসেনি সাকিবের ব্যাট। বিশ্বকাপে ব্যাট হাতে অনেকটাই হতাশ করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, হারের ব্যর্থতা থেকে বের হওয়ার জন্যই ফিরে এসেছেন গুরু নাজমুল আবেদীন ফাহিমের কাছে। মিরপুরের ইনডোরে তার অধীনে অনুশীলনও করেছেন তিনি।
আগামী ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনস এ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগেই ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
২০১৯ বিশ্বকাপে ব্যাট ও বল হাতে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স করেছিলেন সাকিব। অনেকেই ধারণা করেছিল এই বিশ্বকাপে আবারো সেই রূপে দেখা যাবে তাকে। কিন্তু এই বিশ্বকাপে নিজেকে হারিয়ে খুঁজে বেড়াচ্ছেন। বিশ্বকাপের বাকী চারটি ম্যাচে ভালো পারফরম্যান্স করে বিশ্বকাপটা শেষ করতে চান তিনি। এজন্যই হয়তো ব্যটিং পরামর্শ নিতে পুরোনো কোচের কাছে ফিরে আসা।
আরও পড়ুন: রোনালদোতেই শেষ রক্ষা আল-নাসরের
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৩/এমটি/জেএস/এমএ