Connect with us
ক্রিকেট

কেন নিউজিল্যান্ড সিরিজে পাওয়া যাবে না তাসকিনকে?

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশের লক্ষ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। ঘরের মাঠে খেলা হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ যে সহজ হবে না তা বোঝা গিয়েছিল বিশ্বকাপের আগে ঢাকায় কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর। তবে এমন গুরুত্বপূর্ণ সিরিজে দলে পাওয়া যাবে না তাসকিনকে। ইনজুরির কারণে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই পেস বোলার।

আগেই জানা গিয়েছিল ইনজুরির কারণে এই টেস্ট সিরিজে পাওয়া যাবে না সাকিব ও ইবাদত হোসেনকে। সেই সাথে যোগ হলো ঢাকা এক্সপ্রেসের নাম। কাঁধের পুরনো চোটে ভুগছেন এই পেসার। অবশ্য তার সমস্যা কখনোই পুরোপুরি যায়নি। ব্যথা সামলেই খেলা চালিয়ে গিয়েছেন। তাই কাজের চাপ কমিয়ে তাকে বিশ্রাম দিতে চাইছে বিসিবি।

অন্যদিকে এখনো চলছে ব্ল্যাক ক্যাপসদের বিশ্বকাপ যাত্রা। বুধবার (১৫ নভেম্বর) ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে মাঠে নামবে তারা। এই ম্যাচ জিতলে (১৯ নভেম্বর) ফাইনালে খেলার সুযোগ থাকছে তাদের। বিশ্বকাপের ব্যস্ততাকে মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে তারা।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২১ নভেম্বর বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ডের। ২৩ ও ২৪ নভেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও ইতোমধ্যেই বাতিল হয়েছে। সরাসরি প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিরিজটি। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচে ৪ নভেম্বর ঢাকায় মুখোমুখি হবে দুই দল।

আরও পড়ুন: যে শর্তে ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট