Connect with us
ক্রিকেট

তানজিদ-সৌম্যদের ব্যাটে টপ অর্ডারে সাফল্য পাবে বাংলাদেশ?

তানজিদ-সৌম্যকে পরামর্শ দিচ্ছেন প্রধান কোচ ফিল সিমন্স। ছবি- বিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে সেই সময় ওয়ানডে ক্রিকেটে দারুণ ছন্দে ছিল টাইগাররা। তবে সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে আশানুরূপ ফলাফল বয়ে আনতে পারেনি টাইগাররা। তবুও চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তদের নিয়ে সমর্থকদের মাঝে প্রত্যাশা অনেক বেশি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যর্থতার অন্যতম বড় কারণ টপ অর্ডার থেকে পর্যাপ্ত রান না আসা। তামিম ইকবালের পর টপ অর্ডারে কেউ নিয়মিত পারফর্ম করতে পারছেন না। যে প্রায় প্রতিটি ম্যাচেই ভুগতে হয় টাইগারদের। তবে তামিম ইতোমধ্যে অবসরে যাওয়ায় ফেরার কোনো সুযোগ নেই। তাই বিকল্প নিয়েই ভাবতে হবে টিম ম্যানেজম্যান্টকে।

গত কয়েক বছর ধরে নিজেকে হারিয়ে খুঁজেছেন সৌম্য সরকার। তবে বাংলাদেশের জন্য ইতিবাচক বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন এই ওপেনার। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে নেতৃত্ব দেবেন এই বাঁহাতি ব্যাটার।

আরও পড়ুন:

» পাকিস্তান দলে ডাক পেলেন ‘বিপিএলের আবিষ্কার’ আকিফ জাভেদ

» টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে!

সৌম্যকে সঙ্গ দেবেন তানজিদ হাসান তামিম। অভিষেকের পর ওপেনিংয়ে একাধিক সুযোগ পেয়েও নিয়মিত পারফর্ম করতে পারেননি তানজিদ। তবে সদ্য সমাপ্ত বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন এই ওপেনার। এছাড়া আরেক তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনও র‍য়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। এবারের বিপিএলেও ভালো করেছেন তিনি। সবমিলিয়ে দলে সুযোগ পাওয়া সবাইকে নিয়েই বেশ আশাবাদী বিসিবি।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এসময় টপ অর্ডারের ব্যাটারদের নিয়ে তিনি বলেন, ‘আশা করছি তারা ভালো পারফর্ম করবে। ব্যাটে রান পেলে আত্মবিশ্বাস বেড়ে যায়। এবারের বিপিএলে পারভেজ হোসেন ইমন বলেন বা তানজিদ তামিম, তারা কিন্তু ভালো রান পেয়েছে। আর সৌম্য (সরকার) বেশ অভিজ্ঞ ক্রিকেটার। তাই আশা করছি দুবাই বা পাকিস্তানের উইকেটেও তারা রান পাবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে মঙ্গলবার মিরপুরে চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগামীকালও অনুশীলন করবে টাইগাররা। এরপর ১৩ তারিখ দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে টিম টাইগার্স।

ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট