Connect with us
ক্রিকেট

বাংলাদেশের সঙ্গে সিরিজেই নতুন মাইলফলক স্পর্শ করবেন কোহলি?

বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

আসন্ন ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে দুটি মাইলফলক স্পর্শ করার হাতছানি বিরাট কোহলির। পূর্বেই ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন ভারতীয় এই ব্যাটার। এবার শচীনের আরেকটি রেকর্ড ভাঙ্গার দ্বারপ্রান্ত কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৫৯১ ম্যাচে বিরাট কোহলির রান ২৬৯৪২। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে মাত্র ৫৮ রান করলেই দ্রুততম ২৭ হাজার রানের মালিক হবেন এই ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান সংগ্রহ করতে শচীন টেন্ডুলকারের লেগেছিল ৬২৩ ম্যাচ। সেক্ষেত্রে বাংলাদেশ সিরিজে কোহলি আর মাত্র ৫৮ রান করলেই ৬০০ ম্যাচের আগেই ২৭ হাজার রান পূরণ করতে পারবেন।

আরও পড়ুন : চেন্নাইয়ে বাংলাদেশের পরীক্ষা নিতে পারে লাল মাটির উইকেট!

আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজারের বেশি রান করেছেন মাত্র তিন জন ব্যাটার। তারা হলেন শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিং। সেদিক থেকে বিরাট কোহলি হবেন চতুর্থ।

এছাড়াও এই সিরিজে ১৫২ রান করলে চতুর্থ ভারতীয় হিসাবে ৯ হাজার রান স্পর্শ করবেন কোহলি।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য চেন্নাইতে প্রস্তুতি গ্রহণ করছেন ভারতীয় ক্রিকেট দল। আগামী ১৯শে সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের পর্দা উঠবে।

ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট