Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন মাহমুদউল্লাহ? যা জানা গেল

Mahmudullah Riyad
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে চোটের কারণে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। তবে পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরতে পারেন এই ডানহাতি ব্যাটার।

বর্তমানে ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন মাহমুদউল্লাহ। দারুণ ছন্দে থাকা এই ব্যাটারকে ভারতের বিপক্ষে একাদশে না দেখে অবাক হয়েছেন অনেক। পরবর্তীতে জানা যায়, অনুশীলনের সময় চোট পেয়েছিলেন তিনি। ভারত ম্যাচের আগে পুরোপুরি সেরে উঠতে না পারায় একাদশে রাখা হয়নি এই অভিজ্ঞ ব্যাটারকে।

তবে চোট কাটিয়ে এখন অনেকটা সুস্থ আছেন মাহমুদউল্লাহ। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া নিয়েও আশাবাদী টিম ম্যানেজম্যান্ট। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার রাবীদ ইমাম।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার নাম- সৌম্য সরকার!

» ডিপিএলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান

তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ অনেকটা সুস্থ আছেন। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আমরা তাকে পাওয়া নিয়ে আশাবাদী। তিনি খুব দ্রুত সেরে উঠছেন। নিউজিল্যান্ড ম্যাচের আগে শেষ অনুশীলন সেশনের পর তাকে দলে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

মাহমুদউল্লাহর ইনজুরির বিষয়ে তিনি আরও বলেন, ‘মাহমুদউল্লাহর ইনজুরির পর স্ক্যান করানো হয়েছিল। তবে সেখানে কোনো সমস্যা ধরা পড়েনি। এটা একটা ভালো দিক। তিনি যখন খেলার জন্য নিজেকে পুরোপুরি ফিট মনে করবেন তখন খেলতে পারবেন বলে আশা করছি।’

আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততে হবে টাইগারদের।

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট