Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি দলে ফিরবেন মাহমুদুল্লাহ?

Mahmudullah
টি-টোয়েন্টি দলে মাহমুদুল্লাহর ডাক পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে শেষবার মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছিলেন ২০২১ সালে। এর পর থেকে আর সুযোগ না মেলায় অনেকেই টি-টোয়েন্টি দলে মাহুমুদুল্লাহর শেষ দেখে ফেলেছিল। তবে চলতি বিপিএলে তার ধারাবাহিক পারফর্মেন্স অনেকেরই নজর কেড়েছে। এতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও আবার সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মাহমুদুল্লাহর জন্য। বিষয়টি নিয়ে বোর্ডের কি ভাবনা সেটাই জানিয়েছেন জালাল ইউনুস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ২০ ওভারের ক্রিকেটে তাকে ‘অটোমেটিক চয়েজ’ বলে আখ্যায়িত করেছেন। আজ বুধবার মিরপুরে তিনি বলেন, ‘কি আর বলবো! রিয়াদের পারফর্মেন্স ব্রিলিয়ান্ট ছিল। একটা বিষয় খেয়াল করবেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রিয়াদের স্ট্রাইক রেট ফ্যান্টাস্টিক ছিল। সেই হিসেবেই তো তার টি-টোয়েন্টিতে অটোম্যাটিক্যালি চান্স পাওয়ার কথা। আর এখন তো বিপিএলেই ও দারুণ খেলছে। সে যেখানে খেলে সেখানে সে অটেমেটিক চয়েজ।’

জালাল আরও জানান, ‘সে সুযোগ পাবে কি পাবে না সেটা এখন প্রশ্ন না। সে ভালো ফর্মে আছে। আমার মতে তার এমনিতেই দলে সুযোগ পাওয়া উচিত। এখানে দ্বিতীয়বার ভাববার কোনো অবকাশ নেই।’

ফর্মে থাকার পরেও বয়সের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের দলে সুযোগ পাওয়াটা কঠিন হয়ে যায়। এ বিষয়ে জালাল বলেন, ‘এখানে বয়স কোনো নিষয় নয়। সে কতটা ফিট থাকে সেটাই গুরুত্বপূর্ণ। ৪১ বছর বয়সেও কিন্তু অ্যান্ডারসন খেলে যাচ্ছে। কোন প্লেয়ার নিজেকে ফিট রাখলে সে খেলা চালিয়ে যেতে পারবে। পারফর্ম করলে তো আর দলে রাখতে কোন অসুবিধা নেই। মাহমুদুল্লাহ বোলিং-ফিল্ডিংয়েও বেশ ভালো করছে।’

আগামী বছরের জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মাহমুদুল্লাহর ডাক পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কেননা বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন এই ব্যাটার।

আরও পড়ুন: ইতিহাস গড়া শামার জোসেফের র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি 

ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট