Connect with us
ক্রিকেট

মাশরাফি বিপিএল খেলবেন? যা জানা গেল

Mashrafe in Sylhet
মাশরাফি বিন মুর্তজা। ছবি- সংগৃহীত

আরও একবার মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। আসন্ন বিপিএলেও দেখা যাবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে এমনটাই ধরা হয়েছিল। তবে বিপিএলের আগে মাশরাফিকে দল থেকে বাদ দিতে বিক্ষোভ করে স্থানীয় অসংখ্য শিক্ষার্থী ও বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।

এরপর থেকেই প্রশ্ন উঠেছিল আদৌ কি আসন্ন বিপিএলে খেলা হবে নড়াইল এক্সপ্রেসের? এবার সেই প্রশ্নের জবাব দিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজহার। গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান ফিট থাকলে মাশরাফির না খেলার কারণ নেই। বিসিবি থেকেও আর কোন নির্দেশনা দেওয়া হয়নি তাদের।

ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান বলেন, ‘বোর্ড মাশরাফিকে ড্রাফটে রেখেছে। সে আমাদের সঙ্গে আগের দুই আসরে ছিল। সেখানে সে অসাধারণ ছিল সে। ওটার কথা চিন্তা করেই তাকে দলে নেয়া। আমাদের সেট-আপ টেনে নেওয়ার চেষ্টা ছিল। ক্রিকেটে লিডার হিসেবে ওর সেন্স খুবই ভালো। দীর্ঘসময় সে বাংলাদেশকে দিয়ে গেছে।’

২০২৩ বিপিএলে মাশরাফির নেতৃত্বে ফাইনালে উঠেছিল সিলেট। সেই অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বহু দিয়ে গেছে। সে হয়তো পারফর্ম করতে পারেনি অনেক সময়। তবে তার ক্রিকেটিং জ্ঞান দিয়ে অনেক ম্যাচ জিতিয়েছে। এখন বোর্ডের উপর অনেক কিছুই নির্ভর করে। বোর্ড তাকে ড্রাফটে রেখেছে, অন্য কোনো নির্দেশনা পাইনি। তাই সে দলেই আছে।’

আরও পড়ুন:

» ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি ট্রফি রিয়ালের, বার্সেলোনা কত নম্বরে?

» শেষ জয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স

মাশরাফির ফিটনেস ইস্যুতে প্রশ্ন করা হলে মাহিন মাজহার বলেন, ‘সে গ্রেট প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার। একটা প্লেয়ার হলে সে অবশ্যই খেলবে। ক্রিকেটারকে পারফর্ম করতে হলে ফিট হতে হবে। মাশরাফি যদি মনে করেন তিনি ফিট, আমাদের কোচ যদি মনে করেন তিনি ফিট, তাহলে তার মতামতকে আমরা শ্রদ্ধা করব।’

এদিকে গত বিপিএলে মাত্র পাঁচ ম্যাচ খেলে বাজে ফিটনেসের কারণে টুর্নামেন্টের মাঝ পথেই সরে দাঁড়ান মাশরাফি। এবার কোনও ধরনের অনুশীলন ছাড়া বিপিএলে নিজেকে কতটা মেলে ধরতে পারবেন তা নিয়ে রয়ে যাচ্ছে প্রশ্ন। তবে মাশরাফি যদি মনে করেন তিনি খেলতে পারবেন, তবে তাকে আসন্ন বিপিএলে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট