![Kyllian Mbappe (2)](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2024/12/Kyllian-Mbappe-2.jpg.webp)
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চলতি বছর কিলিয়ান এমবাপে পাড়ি জমিয়েছিলেন নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। তবে শৈশবের এই পছন্দের ক্লাবে নাম লেখানোর পর থেকে যেন নিজেকে ঠিকভাবে খুঁজে পাচ্ছিলেন না এই ফরাসি তারকা। পার করছিলেন ক্যারিয়ারের অন্যতম বাজে সময়। ওপেন প্লেতে যেমন গোল পাচ্ছিলেন না, পেনাল্টিও করছিলেন মিস।
প্রশ্ন উঠেছিল তবে কি কমতে শুরু করেছে এমবাপ্পের ধার? সম্প্রতি শোনা গিয়েছিল তাকে ফর্মে ফেরাতে বেঞ্চেও বসিয়ে রাখতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। তবে গতকাল জিরোনার বিপক্ষে ম্যাচে এমবাপ্পে জানান দিয়েছেন হারিয়ে যাননি তিনি। দলের বড় জয়ের রাতে গোল করার পাশাপাশি স্পর্শ করেছেন নতুন এক মাইলফলক।
এদিন ৬২ মিনিটে লুকা মডরিচের অ্যাসিস্টে অসাধারণ এক গোল করেন এমবাপ্পে। ডি বক্সের ডান পার্শ্ব থেকে মাটি কামড়ানো অসাধারণ এক আড়াআড়ি শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরাসি তারকা। আর এতে পেশাদার লিগ ক্যারিয়ারে ২০০তম গোল স্পর্শ করেছেন তিনি। তার দল পেয়েছে ৩‐০ গোলের বড় জয়।
![Kyllian Mbappe](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2024/12/Kyllian-Mbappe-3.jpg.webp)
জিরোনার বিপক্ষে গোলের পর এমবাপ্পে।
গেল জুলাইয়ে রিয়াল মাদ্রিদে আসার পর এখন পর্যন্ত ৯ গোল করেছেন এমবাপ্পে। এর আগে ফরাসি লেগে দারুন উড়তে থাকা এই তরুণ তারকা গোল করেছিলেন ১৯১টি। যার মধ্যে ৬ মৌসুম পিএসজির জার্সিতে খেলে তিনি করেছিলেন ১৭৫ গোল। আর নিজের প্রথম ক্লাব এএস মোনাকোর হয়ে ১৬ গোল করেছিলেন এমবাপ্পে।
আরও পড়ুন:
» ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচসহ আজকের খেলা (৮ ডিসেম্বর ২৪)
» ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সৌম্যর ব্যাটে তাকিয়ে বাংলাদেশ
এদিকে ম্যাচের আগেই রিয়াল কোচ আনচেলত্তি বলেছিলেন, নিজের বাজে ফর্ম নিয়ে উদ্বিগ্ন এমবাপ্পে নিজেও। তিনি এই বিষয়টি নিয়ে সচেতন রয়েছেন। নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন এই ফরাসি তারকা। আনচেলত্তি জানান, তারা পর্যালোচনা করে দেখেছেন গতি এবং তীব্রতার দিক থেকে উন্নতি করছে এমবাপ্পে।
এবার লা লিগায় জিরোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এসে গোলের দেখা পেলেন এই তারকা ফুটবলার। পাশাপাশি গোল করার দিক থেকে নতুন মাইল ফলক স্পর্শ করেছেন তিনি। এতে বলা যায় স্বপ্নের ক্লাবে পাড়ি জমিয়ে একেবারে হারিয়ে যাননি এমবাপ্পে। হয়তো আরও কঠিন ভাবে ফিরে আসবেন তিনি। আর তেমনটাই আশা করেন ফুটবল ভক্তরা।
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৪/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)