চলতি মৌসুম শেষেই পিএসজি ছাড়তে পারেন কিলিয়ান এমবাপ্পে। এই কথা ক্লাব প্রেসিডেন্ট খেলাইফিকে জানিয়ে দিয়েছেন তিনি। গতকাল দলবদল বিষয়ে প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।
গেল ২০১৭ সালে বড় অঙ্কের ট্রান্সফারে প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমিয়েছিলেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। বিগত ৫-৬ বছর ধরেই দলবদলের মৌসুম শুরু হলেই আলোচনায় থাকেন তিনি। এমবাপ্পেকে বহুবারই দলে নেয়ার বেপারে আগ্রহ প্রকাশ করেছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পেও রিয়ালের প্রতি প্রকাশ করেছিল নিজের দূর্বলতা। তবে মোটা অঙ্কের ট্রান্সফার ফি ছাড়া তাকে ছাড়তে রাজি নয় পিএসজি। তবে এবার চুক্তির মেয়াদ শেষ হলেই পিএসজি ছাড়বেন তিনি, এই কথা ক্লাব কর্তাদের জানিয়ে দিয়েছেন এমবাপ্পে। গতকাল এমন তথ্যই প্রকাশ করেছেন সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
পিএসজির সঙ্গে ২০২২ সালে সবশেষ নতুন চুক্তি করেছিলেন এমবাপ্পে। সেই চুক্তি অনুযায়ী ২০২৪ সালের এই মৌসুম পর্যন্তই ক্লাবটির সাথে থাকার কথা আছে তার। তবে চুক্তির শর্ত অনুযায়ী, এমবাপ্পে চাইলে মেয়াদ এক বছর বাড়াতে পারবেন। তবে সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেননি ২৫ বছর বয়সী এই ফ্রেঞ্চ তারকা।
কিছু সূত্রের দাবি, এদফায়ও এমবাপ্পেকে পেতে নতুন প্রস্তাব নিয়ে হাজির রিয়াল। তবে স্প্যানিশ জায়ান্টরা এদফায় যে অর্থ প্রস্তাব নিয়ে হাজির হয়েছে, তা নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় এমবাপ্পের প্রতিনিধিরা। যদিও ফ্রেঞ্চ গণমাধ্যম লেকিপের মতে, এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন নিজের প্রতিনিধিদের।
আরও পড়ুন: এবার পিসিবির পদ হারালেন মোহাম্মদ হাফিজ
ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৪/এফএএস