আগামী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে প্যারাগুয়েকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। শুক্রবার বাংলাদেশ সময় ভোট পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
এস্তাদিও মাস মনুমেন্টালের মাঠে গড়ানো ম্যাচটিতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির খেলা অনিশ্চিত বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, মেসি ম্যাচের শুরু থেকে খেলতে পারবে কিনা এটা নিশ্চিত হতে হবে, আমি তার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেব। তার পরিস্থিতি বোঝার জন্য আরেকটি অনুশীলন সেশন জরুরি।
মেসি না খেলতে পারলে এ ম্যাচে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার আক্রমণকে নেতৃত্ব দেবেন।
স্কালোনি বলেন, আমরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি দলগত ফুটবল খেলে। আমাদের সবাই ভাল খেলোয়াড়।
গত মাসে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে চোট পান মেসি। এরপর ইন্টার মায়ামির ম্যাচেও ইনজুরিতে পড়েন। কিছুদিন আগে পেশীর চোট কাটিয়ে ইন্টার মায়ামির হয়ে আবার মাঠে ফিরেছিলেন লিও কিন্তু এখনও পুরো ফিট নন তিনি। তাই প্যারাগুয়ের বিপক্ষে তার মাঠে নামা অনিশ্চিত।
আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপে আমেরিকা-এশিয়ার প্রাক বাছাই ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
আরও পড়ুন: শুক্রবার মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৩/এমকে/এসএ