ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় এবং আকাঙ্ক্ষিত পুরস্কার ব্যালন ডিঅর। প্রতি বছর ‘ফ্রান্স ম্যাগাজিন’ বছরের সেরা পুরুষ ও নারী ফুটবলারকে এই পুরস্কার দিয়ে থাকে। এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ব্যালন ডি’অরজয়ী ফুটবলার হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার ব্যালন ডি’অর এর সংখ্যা ৭। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো মোট ৫ বার এই সম্মানজনক পুরস্কারটি জিতেছেন।
আগামী ৩০ অক্টোবর ফ্রান্সের প্যারিসে ২০২৩ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে। তার আগেই অবশ্য স্প্যানিশ গণমাধ্যম দারিও স্পোর্টস পুরুষ ও নারী ব্যালন ডিঅর জয়ীর সম্ভাব্য নাম ঘোষণা করেছে।
তাদের দাবি, আর্জেন্টিনার হয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতা লিওনেল মেসিই এ বছরের ব্যালন ডিঅর জিততে চলেছেন। আর নারী ফুটবলার হিসেবে স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা আইতানা বোনমাতি জিতবেন এবারের নারী ব্যালন ডিঅর।
ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স ম্যাগাজিনের এবারের অনুষ্ঠানটি ৬৭ তম সংস্করণ। এবারের ব্যালন ডিঅর প্রতিযোগীতায় মেসির সঙ্গে আরও আছেন ট্রেবল জয়ী ম্যান সিটি ফুটবলার আর্লিং হালান্ড এবং ২২-২৩ মৌসুমে দুর্দান্ত খেলা ও বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করা কিলিয়ান এমবাপ্পে। দারিও স্পোর্টস এর দাবি করা সংবাদ সম্পর্কে এখনো অবশ্য ফ্রান্স ম্যাগাজিন কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, ৩০ অক্টোবর প্যারিসের গালা নাইটে মেসি তার আর্জেন্টাইন সতীর্থদের নিয়ে উপস্থিত থাকবেন।
এবারের ব্যালন মেসির হাতে উঠলে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বাইরে থাকা প্রথম কোনো ফুটবলার হিসেবে তিনি এই পুরস্কারটি জিতবেন। গত জুন মাসে ইউরোপ ছেড়ে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি।
আরও পড়ুন: রোনালদোর পর্তুগালের টানা আট জয়, বসনিয়ার জালে ৫ গোল
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৩/এমএস/এসএ