আগামী জুন মাসেই প্রথম ধাপে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। দুধাপের এই সফরে প্রথম দফায় একটি টেস্ট ম্যাচ খেলবে রশিদ খানরা। সেই ম্যাচে থাকছেন না টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
এদিকে বিশ্ব সেরা অলরাউন্ডারের দলে অনুপস্থিতিতে বাংলাদেশ দল গড়া নিয়ে নির্বাচকরা কিছুটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। কেননা ব্যাটিং ও বোলিং এই দুদিকটাই ভাবতে হয় তখন।
আফগানদের বিপক্ষে আসন্ন টেস্ট নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, সাকিবের অনুপস্থিতিতে সেই দায়িত্ব অন্যদের পালন করতে হবে।
তিনি বলেন, সাকিবের ব্যাটিং ও বোলিং আমরা মিস করব। সাকিব না থাকলে দলে ভালো একটা খেলোয়াড় কমে যায়। এছাড়া সাকিব-মুশফিক দুজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। তখন আমরা একটা বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলতে পারি বা বোলার বেশি নিয়ে খেলতে পারি।
প্রসঙ্গত, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তর্জনীতে চোট পাওয়া সাকিব টেস্ট দল থেকে ছিটকে গেছেন। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ফিরবেন তিনি।
আরও পড়ুন: ইংলিশ কাউন্টি লিগে খেলার প্রস্তাব পেলেন মিরাজ
একটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১০ জুন ঢাকায় আসবে আফগানিস্তান ক্রিকেট দল। মিরপুরের মাঠে ১৪ জুন গড়াবে ম্যাচটি। ম্যাচটি শেষ করে ভারত সফরে যাবে রশিদ খানরা। ভারত থেকে ফিরে ঈদ-উল-আযহার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
ক্রিফোস্পোর্টস/২৬মে২৩/এসএ