Connect with us
ফুটবল

ব্রাজিলের জার্সিতে ফের একসঙ্গে দেখা যাবে নেইমার ও অস্কারকে?

Neymar and Oscar
একসময় ব্রাজিলের জার্সিতে একসঙ্গে মাতিয়েছেন নেইমার ও অস্কার। ছবি- সংগৃহীত

চলতি মার্চে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচকে সামনে রেখে ৫২ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। এই দলে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন তিনি। একইসঙ্গে এই ৫২ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন একসময়ে জাতীয় দল মাতানো অস্কার।

ব্রাজিল দলে নেইমার ও অস্কার জুটির কথা অনেকেরই জানা। মিডফিল্ড থেকে নেইমারের জন্য অসংখ্য সুযোগ তৈরির কারিগর ছিলেন এই তারকা। দারুণ প্রতিভার কারণে সমর্থকরা তাকে নতুন ‘কাকা’ বলে ডাকতো। তবে ২০১১ সালে অভিষেক হওয়া এই ফুটবলার ২০১৫ সালের পর ব্রাজিলের হয়ে খেলার সুযোগ পাননি। মূলত ইউরোপের ক্লাব চেলসি ছেড়ে চাইনিজ ক্লাব সাংহাই পোর্টে পাড়ি জমিয়েই জাতীয় দলে লম্বা সময়ের জন্য জায়গা হারান এই তারকা।

তবে দীর্ঘ ৯ বছর পর ফের জাতীয় দলে ডাক পেয়েছেন এই তারকা মিডফিল্ডার। ব্রাজিলের জার্সিতে নেইমারের সঙ্গে অস্কারের জুটি দেখতে মুখিয়ে আছে সমর্থকেরা। তবে ব্রাজিলের জার্সিতে খেলতে কোচ দরিভাল জুনিয়রের মন জয় করে মূল দলে জায়গা করে নিতে হবে এই তারকাকে।

আরও পড়ুন:

» ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার উপরে থেকে সেমিতে দক্ষিণ আফ্রিকা

» রিয়াল ও লিভারপুলে খেলা তারকা এখন বাংলাদেশের লিগে! 

সাংহাই পোর্টে দীর্ঘ ৮ মৌসুম কাটিয়ে ডিসেম্বরের শেষদিকে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরেছেন অস্কার। চীনে সাবেক ক্লাবটির হয়ে ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। ৪০ ম্যাচে ১৬ গোলের পাশাপাশি ২৭ গোলে সহায়তা করেছেন। সাও পাওলোতে ফিরেও ছন্দ ধরে রেখেছেন তিনি। ব্রাজিলের এই ক্লাবটির হয়ে চলতি মৌসুমে ১০ ম্যাচ খেলে ২ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন এই তারকা।

এদিকে নেইমার এবারের শীতকালীন দলবদলে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমিয়েছেন। স্বদেশী ক্লাবটির হয়ে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছেন এই তারকা। এখন পর্যন্ত ৬ ম্যাচে ২ গোলের পাশাপাশি ৩ গোলে সহায়তা করেছেন।

আগামী ১ সপ্তাহর মধ্যে ৫২ সদস্যের প্রাথমিক দল থেকে ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন দরিভাল জুনিয়র। সেখানে এই দুই তারকার জায়গা হলেই ফের দেখা যেতে পারে ব্রাজিলের জার্সিতে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে এবং ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে।

ক্রিফোস্পোর্টস/১মার্চ২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল