গত কয়েক মাস ধরেই মাঠের ফুটবলের বাইরে আছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। হাঁটুর ভয়াবহ এসিএল ইনজুরির শিকার এই ব্রাজিলিয়ানের আসন্ন কোপা আমেরিকাতে খেলার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে। সৌদির ফুটবল ক্লাব আল হিলালের এই তারকা ফুটবলার বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় দিন কাটাচ্ছেন।
মাঠের ফুটবল থেকে বাইরে থাকলেও এই অবসর সময়টা ঠিকই নিজের মত করে উপভোগ করছেন বার্সেলোনা ও পিএসজির এই সাবেক ফুটবলার। মধ্যপ্রাচ্যের নানা দেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এই যেমন গতকালই (শনিবার) বাহরাইনে তার দেখা মিললো। বাহরাইনের ফর্মুলা ওয়ানের গ্র্যা প্রি-তে রেসিং দুনিয়ার অনেক তারকার সঙ্গে আল হিলাল তারকাও উপস্থিত ছিলেন।
সেখানে ইএসপিএন নেটওয়ার্কের সাথে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বন্ধু লিও মেসির সঙ্গে আবারও এক সঙ্গে খেলতে চাওয়ার বিষয়টিই যেন বুঝিয়ে দিলেন নেইমার। এমএলএসে মেসি-সুয়ারেজের পুনরায় জুটি বাঁধা নিয়ে প্রশ্ন করা হয় নেইমারকে। তখনই ডেভিড বেকহামের ক্লাবকে নিয়ে কথা বলার সময় মেসির সঙ্গে আবারও খেলার আগ্রহ প্রকাশ পায় তার কণ্ঠে, ‘আমি আশা করি, মেসির সঙ্গে আবারও এক দলে খেলতে পারবো। আমি সত্যিই এমনটা আশা করি। মেসিকে সবাই চেনে। আমার মনে হয় লিও মায়ামিতে সুখেই আছে। আর সেখানে লিও খুশি থাকলে তার জন্য আমিও খুশি।’
এই মুহূর্তে আল হিলাল তারকা এসিএল ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। যদিও এই অবস্থায়ও সমালোচনা যেন নেইমারের পিছুই ছাড়ছে না। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় ফিটনেস আগের মত নেই, কিছুটা ওজনও বেড়েছে। এর উপরও পার্টি করা বাদ দিচ্ছেন না তিনি। এই নিয়েই ক্লাব সমর্থকদের তীর্যক মন্তব্যের শিকার হতে হয়েছে নেইমারকে।
উল্লেখ্য, এ পর্যন্ত নেইমার তার ক্লাব ক্যারিয়ারে বার্সা ও পিএসজির হয়ে মেসির সঙ্গে একসাথে খেলেছেন। বার্সার হয়ে ৪ বছরে অনেক শিরোপা জিতলেও পিএসজির হয়ে তাদের জুটিটা অবশ্য খুব একটা সফলতার মুখ দেখেনি। মেসির ক্যারিয়ারের শেষ সময়ে এসে মায়ামিতে আবারও সুয়ারেজ, আলবা, বুসকেটসদের মত পুরনো সতীর্থদের সাথে একসঙ্গে মাঠ মাতাচ্ছেন ক্ষুদে জাদুকর। এবার নেইমারও কি সেই একই পথের পথিক হন কি না সেটাই দেখার পালা! কেননা বার্সেলোনায় থাকাকালীন সুয়ারেজ, আলবা, বুসকেটসদেরও সতীর্থ হিসেবে ৪ বছর খেলেছেন তিনি৷
আরও পড়ুন: আর্জেন্টিনাকে ৫-১ গোলে হারিয়ে কনকাকাফ কাপের সেমিতে ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৪/এমএস/এসএ