Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কোচিং স্টাফে থাকবেন পোলার্ড?

কাইরন পোলার্ড।। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলগুলোর হাতে ঠিক মতো ছয় মাসও সময় নেই। ইতোমধ্যে শুরু হয়ে গেছে দলগুলোর বিশ্বকাপের দল গোছানোর কাজ। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড আরও একবার এই লড়াইয়ে শীর্ষে থাকতে চাইবে। সেই লক্ষ্যে ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফদের নিয়ে শক্ত একটি দল গঠন করছে ইংলিশরা।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আগামী জুনে আয়োজিত এই শর্ট ফরমেটের টুর্নামেন্টে কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা পেতে কাইরন পোলার্ডকে দলের সাথে যুক্ত করার পরিকল্পনা করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমনটাই দাবি করছে বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যম।

জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এক বিবৃতিতে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পোলার্ডকে পরামর্শক কোচ হিসেবে নেওয়ার চিন্তা ভাবনা করছে ইসিবি। মূলত ক্যারিবীয় পিচ সম্পর্কে ভালো ধারণা দিতে তাকে দলের সঙ্গে যুক্ত করার কথা ভাবছে ইংলিশরা।

প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ বলেছে, ‘ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে পোলার্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে পোলার্ড পিচের মূল্যায়ন করতে সহায়তা করবেন। আগামী ৪ জুন শুরু হবে বিশ্বকাপ। মাইক হাসির মতো একই ভূমিকায় থাকবেন পোলার্ড।’ ইংল্যান্ডের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের কোচিং স্টাফে ছিলেন হাসি।

প্রতিবেদনে আরও জানা গেছে, ত্রিনিদাদের হোটেলে সাবেক এই তারকা ক্যারিবিয়ানকে দেখা গেছে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের সিরিজের মাঝে। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ত্রিনিদাদে। গণমাধ্যমটির দাবি পোলার্ডকে পরামর্শক কোচ হিসেবে দলে অন্তর্ভুক্ত করতে আলোচনা চলছে ইসিবির মধ্যে।

এর আগে গেল বছর মেলবোর্নে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয় ইংল্যান্ড। তবে এরপর থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সময়টা অবশ্য ভালো যাচ্ছে না তাদের। এই ফরমেটে খেলা শেষ ১২ ম্যাচের ৮ টিতেই হেরেছে ইংল্যান্ড। তাই বিশ্বকাপে ভাগ্য ফেরাতে নতুন পরিকল্পনা করছে তারা।

আরও পড়ুন: দীর্ঘ ৮ বছর পর আইপিএলে ফেরার অনুভূতি জানালেন মিচেল স্টার্ক

ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৩/এসএফ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট