Connect with us
ক্রিকেট

সাব্বির রহমান আজ মাঠে নামবেন? যা জানা গেল

Sabbir rahman BPL Dhaka
সাব্বির রহমান। ছবি- গুগল

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ২০২৫-এর শুরু থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমান। ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারের আসরে অংশ নেওয়ার পরও প্রথম তিন ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা চলছে।

আগেই জানা গেছে, সাব্বিরের মাঠে না নামার পেছনে রয়েছে শৃঙ্খলাজনিত সমস্যা, যা একধরনের শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বর ঢাকার প্রথম ম্যাচ ছিল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। সেই ম্যাচে সাব্বিরকে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয় টিম কম্বিনেশনের কারণে। তবে বিষয়টি আর শুধুই টিম কম্বিনেশন নয়। এরপরের দুটি ম্যাচেও তাকে একাদশে দেখা যায়নি।

এদিকে সাব্বির রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে প্রথম তিনটি ম্যাচে না খেলানোর কারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা নানা মন্তব্য করেন। অনেকে বিষয়টিকে ভুল টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বলে অভিহিত করেন।


আরও পড়ুন :

» কোহলিকে যে বার্তা দিলেন এবি ডি ভিলিয়ার্স

» ওয়েস্ট ইন্ডিজ সফরে যে কারণে বাংলাদেশ দলে নেই জাহানারা

» ২০২৫ সালে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা


বিপিএল ২০২৫-এ সাব্বির রহমান এখনও মাঠে নামেননি। তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে আবার ব্যাট হাতে দেখতে। সাব্বিরের মিডল অর্ডারে ফিরে আসা ঢাকার জন্য শক্তিশালী হাতিয়ার হতে পারে।

সাব্বির আজ মাঠে নামবেন?

আজ (মঙ্গলবার) রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে সাব্বির রহমানের খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কোচ মাহমুদ। তিনি বলেন, “সাব্বির ভালো ক্রিকেটার। আশা করছি মঙ্গলবার থেকে তাকে খেলানো যাবে এবং সে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমাদের মিডল অর্ডারে একজন অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজন রয়েছে। সাব্বিরের অন্তর্ভুক্তি আমাদের জন্য ভালো হবে।”

সাব্বিরের অতীতের শৃঙ্খলাভঙ্গের ঘটনা উল্লেখ করে খালেদ মাহমুদ বলেন, “সাব্বির এখন অনেক অভিজ্ঞ ক্রিকেটার। আমি চাই সে আরও সুশৃঙ্খল হোক। দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য ড্রেসিংরুমে উপস্থিত থাকা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচের আগের দিন কেউ অনুশীলনে না আসতে পারে, কিন্তু ড্রেসিংরুমে থাকাটা আবশ্যক। সাব্বিরকে এই বিষয়গুলোই বোঝানোর চেষ্টা করেছি।”

সাব্বির রহমান ভুল স্বীকার করে খালেদ মাহমুদের সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে মাহমুদ জানান, “আমি ওর সঙ্গে কথা বলেছি। সে তার ভুল বুঝতে পেরেছে। আমাকে বলেছে, ‘সুজন ভাই, ভুল হয়েছে। আপনি রাগ করবেন না।’ আমি বিশ্বাস করি, সে এখন থেকে সিনিয়র ক্রিকেটারের মতো আচরণ করবে এবং দলের বাকি ম্যাচগুলোতে সেরাটা দেবে।”

কোচের আশা, সাব্বির ফিরে আসবে শক্তভাবে

খালেদ মাহমুদ আশা করেন, সাব্বির রহমান নিজের ভুলগুলো শুধরে নিয়ে ঢাকার বাকি ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করবেন। কোচ বলেন, “আমার বিশ্বাস, সাব্বির সিনিয়র ক্রিকেটারের মতো দলকে সাপোর্ট করবে। তার অন্তর্ভুক্তি দলের মিডল অর্ডারকে শক্তিশালী করবে।”

কী করেছিলেন সাব্বির?

১ জানুয়ারি ঢাকার অনুশীলনে সাব্বির রহমান উপস্থিত ছিলেন না। এই অনুপস্থিতির কারণও তিনি জানিয়ে যাননি। মাঠে গিয়ে সাব্বিরকে খুঁজে না পাওয়ায় হতবাক হন কোচ ও ম্যানেজার। মাহমুদ বলেন, “আমরা জানতাম না যে কেন সে অনুশীলনে আসেনি। এটা ছিল চমকে দেওয়ার মতো ঘটনা। কারণ প্রত্যেক খেলোয়াড়ের মাঠে থাকা আবশ্যক। এমনকি অনুশীলনে না এলেও ড্রেসিংরুমে উপস্থিত থাকা উচিত। কিন্তু সাব্বির এই নিয়মটি ভেঙেছে।”

এদিকে এটি প্রথম নয়, এর আগেও শৃঙ্খলাজনিত কারণে বিতর্কের জন্ম দিয়েছেন সাব্বির রহমান। জাতীয় লিগের এক ম্যাচে মাঠে এক দর্শককে মারধর করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছিল। সেই ঘটনার পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন তিনি।

ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২০২৫/আইএইচআর/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট