টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আকস্মিক বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টের আগে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। আর সেখানেই অবসরের ঘোষণা দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেও পুনরায় ফেরার দরজা খোলা রেখেছেন এই তারকা অলরাউন্ডার।
অনেকটা অপ্রত্যাশিতভাবেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব। তার অবসরের কথা জানতো না দলের সদস্যরাও। তবে অনেক চিন্তাভাবনা করে পরিকল্পিতভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার।
বিদায়ের ঘোষণায় সাকিব বলেন, ‘আমার মনে হয় আমি টি-টোয়েন্টি তে শেষ ম্যাচ খেলে ফেলেছি। আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলার সুযোগ পেলে সেটাই হবে আমার শেষ টেস্ট।’
আরও পড়ুন:
» আকস্মিক বিদায়ের ঘোষণায় যা বলেন সাকিব
» শেয়ারবাজার ও মামলা ইস্যুতে মুখ খুললেন সাকিব
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেছিল বাংলাদেশ। আর এটাই ছিল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাকিবের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না তাকে। তবে আপাতত টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিও নিলেও পুনরায় ফেরার ইচ্ছা রয়েছে সাকিবের।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপাতত আমি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবো। সেখানে ভালো করতে পারলে ৬ মাস এক বছর পর যদি বিসিবি মনে করে যে, এখনো টি-টোয়েন্টিতে আমার খেলার সুযোগ আছে, তখন অন্য সিদ্ধান্ত আসতে পারে। তবে আপাতত টি-টোয়েন্টি নিয়ে আমার কোনো ভাবনা নেই।’
মূলত নতুনদের সুযোগ করে দিতেই বোর্ড সভাপতি ও পরিচালকদের সঙ্গে কথা বলে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘এখন সময় হয়েছে নতুনদের সুযোগ দেওয়ার। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো সুযোগ। আমরা সবাই মিলে এই সিদ্ধান্তে পৌঁছেছি এবং সবাই একমত পোষণ করেছে।’
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৪/বিটি