সৌম্য সরকারের ফর্ম মানেই বাংলাদেশ টপ অর্ডারের স্বস্তি। যা স্পষ্ট ভাবে উপলব্ধি করাচ্ছিলেন এই টাইগার ব্যাটার গেল কিছু ম্যাচে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় গুরুতর ইনজুরিতে পড়েন সৌম্য। আর এতেই আসন্ন বিপিএল খেলা নিয়ে শঙ্কা জাগে ছন্দে থাকা এই টাইগার ক্রিকেটারকে নিয়ে।
সে সময় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছিল আঘাতপ্রাপ্ত আঙ্গুলের হাড় স্থানচ্যুত হয়েছে তার। অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন এই টাইগার ক্রিকেটার। এতে করে নিশ্চিত হয়ে যায় আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের শুরু থেকে দেখা যাবে না সৌম্য সরকারকে।
এবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন সৌম্যের বর্তমান অবস্থা এবং কবে নাগাদ ফিরতে পারেন মাঠে। এক গণমাধ্যমকে তিনি জানিয়েছেন এখন পর্যন্ত চোট কাটিয়ে উঠতে পারেননি সৌম্য। বিপিএলের শুরুর অংশে তাকে পাওয়া যাবে না তা একপ্রকার নিশ্চিত। তবে কবে নাগাদ ফিরতে পারেন সেটা আরো স্পষ্ট ভাবে জানা যেতে পারে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পর।
আরও পড়ুন:
» রোহিতের উইকেট নিয়ে কামিন্স গড়লেন নতুন কীর্তি
» বিপিএল থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশকে কাঁদানো সেই আফগান
দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, আগামীকাল শনিবার বিশেষজ্ঞ ডাক্তার দেখার পর সৌম্যের মাঠে ফেরা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। সব ঠিক থাকলে বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে তার। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করতে চান সৌম্য। যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চান এই টাইগার ক্রিকেটার।
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ফিল্ডিং করার সময় এই চোট পান সৌম্য। দ্রুত গতিতে তার দিকে আসা একটি ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে আঘাত পান তিনি। এতে হাত কেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এই টাইগার ক্রিকেটার। বিসিবি তখন জানিয়েছিল সৌম্যর আঙুলে পাঁচটি সেলাই লেগেছে।
আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ৩ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকা পর্বের খেলা। এরপর টুর্নামেন্ট স্থানান্তরিত হবে সিলেটে। যেখানে ৬ জানুয়ারি থেকে খেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। তারপর ১৬ জানুয়ারি থেকে চট্টগ্রাম পর্ব শুরু। আশা করা হচ্ছে প্রথম দুই পর্বে মাঠে নামতে না পারলেও চট্টগ্রামে খেলার মতো অবস্থায় ফিরে আসবেন সৌম্য সরকার।
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৪/এফএএস