Connect with us
ক্রিকেট

ভারতকে ছাড়াই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি?

Team India
টিম ইন্ডিয়া। ছবি - সংগৃহীত

দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের রাজনৈতিক লড়াই ক্রিকেট পর্যন্ত পৌঁছেছে তাও প্রায় এক যুগের মত। এ কারণে ২০১৩ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয়নি ভারত। ফলে ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাইভোল্টেজ লড়াই দেখতে ভক্ত-সমর্থকদের এখন একমাত্র ভরসা আইসিসি ও এসিসির আয়োজিত ইভেন্টগুলো।

আসন্ন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েছে পাকিস্তান। টুর্নামেন্টের গ্রুপ পর্বেই দেখা যেত ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই। কিন্তু এবার আইসিসির এই ইভেন্টেও দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই না দেখতে পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কারণ টুর্নামেন্টটি আয়োজিত হবে পাকিস্তানে। আর নিরাপত্তার অজুহাতে গত দেড় দশক ধরে দেশটিতে টিম ইন্ডিয়ার সফর বন্ধ রেখেছে ভারত।

ভারতকে নিয়ে এই শঙ্কা আগে থেকেই অবশ্য ছিল। এবার সেটাই সত্যি হতে চলেছে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ভারত সরকার ক্রিকেট দলকে পাকিস্তান সফর করতে দেবে না। তাদের ম্যাচগুলো যদি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত হয় তাহলেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে।

আরো পড়ুন : এমবাপ্পেকে বরণ করে নিতে রিয়ালের ‘রাজসিক আয়োজন’

বিসিসিআইকে অবশ্য এই বিকল্প পথ দেখানোর পেছনে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) হাত আছে। কেননা গত বছর এশিয়া কাপের সময় পিসিবিই ভারতকে বিকল্প রাস্তা দেখিয়ে দিয়েছিল।

গত বছর আয়োজিত এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু সে দেশে গিয়ে ভারত খেলতে অস্বীকৃতি জানানোয় পরে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় টিম ইন্ডিয়ার ম্যাচের ব্যবস্থা করে পিসিবি। এতে বাড়তি খরচ হওয়ায় লোকসানে পড়তে হয় পাকিস্তানকে। তবে এবার আর সে পথে হাঁটতে রাজি নয় পিসিবি।

জানা গেছে, প্রয়োজন হলে পিসিবি নাকি এবার ভারতকে ছাড়াই টুর্নামেন্টের আয়োজন করতে পারে। বিষয়টি নিয়ে পিসিবিও নাকি ভাবতে শুরু করেছে। এমনটা হলে ভারতের জন্যও বিষয়টি হয়তো চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। এবার দেখার পালা, সামনে আর কি কি নাটকীয়তা অপেক্ষা করছে।

ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট