চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল শুরু হবে আগামী শুক্রবার থেকে। প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচকে ঘিরে সবার নজর এখন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির দিকে। চোটাক্রান্ত মেসি ফিট হয়ে এদিন খেলতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচ চলাকালীন পায়ের মাংসপেশিতে চোট পান মেসি। ওই অবস্থাতেই পুরো ম্যাচ শেষ করেন তিনি। ফলে পরের ম্যাচ পেরুর বিপক্ষে বিশ্রামে থাকেন। এখন কোয়ার্টার ফাইনালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও দলপতিকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে আলবিসেলেস্তে শিবিরে।
দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এখন আগের থেকে শারীরিকভাবে ভালো অবস্থায় আছেন মেসি। অনুশীলনেও যোগ দিয়েছেন ইন্টার মায়ামি অধিনায়ক। তাই ইকুয়েডরের বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাওয়ার আশা দেখছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। প্রয়োজনে শুক্রবারের ম্যাচের শেষ সময় পর্যন্ত মেসির জন্য অপেক্ষা করতে চান আলবিসেলেস্তে কোচ।
আরো পড়ুন : কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কার খেলা কবে
যদি ম্যাচের শুরুর একাদশে মেসিকে খেলানো সম্ভব না হয়, তাহলে বদলি হিসেবে তাকে মাঠে নামাতে পারেন স্কালোনি। মেসির অবর্তমানে দলের অধিনায়কের আর্মব্যান্ড পরবেন আরেক তারকা উইঙ্গার আনহেল ডি মারিয়া।
ইকুয়েডরকে কোয়ার্টারে হারাতে পারলে সেমিতে মেসিরা প্রতিপক্ষ হিসেবে পাবে ভেনেজুয়েলা অথবা কানাডাকে। আর্জেন্টিনা-ইকুয়েডর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭ টায়। তাদের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের খেলা দুই দিন পর উরুগুয়ের বিপক্ষে রবিবার সকাল ৭ টায়।
ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৪/এমএস