
গত বুধবার রাতের আতলেতিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচে হুলিয়ান আলভারেজের বাতিল হওয়া পেনাল্টি গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। টাইব্রেকারে শট নেওয়ার সময় আলভারেজের দুটি পা বল স্পর্শ করেছে কি না, তা নিয়ে চলছে আলোচনা। কেউ বলছেন, আলভারেজের পা পিছলে গেলেও তিনি বল স্পর্শ করেননি। আবার কেউ কেউ দাবি করছেন, বল পা ছুঁয়েছে এবং রেফারির সিদ্ধান্ত সঠিক।
এই বিতর্কের পরিপ্রেক্ষিতে উয়েফা বিষয়টি নিয়ে আলোচনা করতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার রাতে উয়েফা এক বিবৃতিতে জানায়, ‘শট নেওয়ার আগে আলভারেজের অন্য পাটি বল স্পর্শ করেছিল, যদিও তা সামান্য। বর্তমান আইন (ল’জ অব দ্য গেইম, আইন ১৪.১) অনুযায়ী রেফারিকে ভিএআরের মাধ্যমে গোল বাতিলের সিদ্ধান্ত নিতেই হয়েছিল।’
তবে উয়েফা এও জানিয়েছে যে, তারা ফিফা এবং আইএফএবির (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড সঙ্গে আলোচনা করে অনিচ্ছাকৃত ডাবল টাচের ক্ষেত্রে নিয়মটি পর্যালোচনা করতে পারে।
আরও পড়ুন:
» আইপিএল থেকে সরে দাঁড়ানোয় শাস্তি পেলেন ইংলিশ তারকা
» মাঠে ফিরেই মেসির গোল, নিশ্চিত করলেন কোয়ার্টার ফাইনাল
আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি কখনো শুটআউটের পেনাল্টির জন্য ভিএআরের শরণাপন্ন হতে দেখিনি। বলটি নড়েছে কি না, সেটাও প্রশ্নের মুখে। যাঁরা বল স্পর্শ হয়েছে বলে দাবি করছেন, তাঁরা কি হাত তুলে দেখাবেন?’ সিমিওনের এই মন্তব্য বিতর্ককে আরও উসকে দিয়েছে।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া এই বিতর্কে সরব হয়েছেন। তিনি বলেন, ‘উয়েফা পরিষ্কারভাবে বিষয়টি দেখেছে। হারার পর নিজেদের অন্যায়ের শিকার ভাবাটা সহজ। রেফারি নির্দিষ্ট কোনো দলকে সাহায্য করতে চান না, সেটা স্পেনেও না, ইউরোপেও না।’
এই বিতর্কের পরিপ্রেক্ষিতে শুটআউট নিয়মে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফুটবল বিশ্ব এখন দেখার অপেক্ষায়, উয়েফা এবং ফিফা কী সিদ্ধান্ত নেয়। এই পরিবর্তন ভবিষ্যতে পেনাল্টি শুটআউটের ধারাকে আরও ন্যায্য এবং স্বচ্ছ করতে পারে।
ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৫/এফএএস
