Connect with us
ক্রিকেট

জ্যোতিদের আবদারে এবার অনুষ্ঠিত হবে নারী বিপিএল?

Bangladesh women cricket team (1)
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

২০১২ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএল। দেশের ক্রিকেটে অন্যতম সেরা এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট প্রতিবছর আয়োজিত হয়ে থাকে কেবল পুরুষ ক্রিকেটারদের নিয়ে। তবে এবার যেন নারীদের নিয়েও বিপিএল আয়োজনের ইঙ্গিত দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

আজ রবিবার ঢাকার এক পাঁচতারকা হোটেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫’। যেখানে বিসিবি সভাপতিসহ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং নিগার সুলতানা জ্যোতি।

Bcb chief Faruk Ahmed, Nazmul Shanto and Nigar sultana Jouty

অনুষ্ঠানে বিসিবি প্রধানের সঙ্গে শান্ত ও জ্যোতি।

এই অনুষ্ঠানে ফারুক আহমেদকে কাছে পেয়েই জ্যোতি আবদার জানান নারীদের জন্য একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের। নারী দলের অধিনায়কের এমন আবদারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিসিবি প্রধান। নারীদের টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে জ্যোতি-জাহানারা আলমদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন ফারুক।

কিভাবে একটি নতুন টুর্নামেন্ট আয়োজন সম্ভব এবং দল গঠনের জন্য পর্যাপ্ত নারী ক্রিকেটার পাওয়া যাবে কিনা এ সকল বিষয়ে একটা প্রাথমিক আলোচনা হয় তাদের মাঝে। অবশ্য এই মুহূর্তে নারীদের জন্য কোন টুর্নামেন্ট আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।

আরও পড়ুন:

» দ্রুততম রান তাড়ার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারল ইংল্যান্ড

» সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান মমিনুল এবার গড়লেন বিব্রতকর এক রেকর্ড

কেননা বর্তমানে ছেলেদের জন্য নতুন আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে ব্যস্ত বোর্ড। এছাড়া এখন মূল ভাবনা থাকবে আসন্ন বিপিএল টুর্নামেন্ট সুন্দরভাবে মাঠে গড়ানোর বিষয়ে। আজকের অনুষ্ঠানেই উন্মোচন হতে পারে ২০২৪-২৫ বিপিএলের মাস্কট। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট।

তবে সব কিছুর আড়ালেও নারীদের টুর্নামেন্টের বিষয়টি বিসিবির ভাবনায় থাকতেই পারে। বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে নারীদের নিয়ে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। ভারতের গত বছর থেকে শুরু হয়েছে নারীদের টুর্নামেন্ট– ডব্লিউপিএল। এছাড়া অস্ট্রেলিয়ায় চলছে নারী ক্রিকেটারদের বিগ ব্যাশ টুর্নামেন্ট।

ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট