শুরু হয়ে গেছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। আর কিছুদিন পরেই মূল পর্বের খেলা শুরু হবে। তবে শুরুতেই উইলিয়ামসনকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। তবে লম্বা সময় ধরে চোটে ভুগতে থাকা উইলিয়ামসনকে প্রথম ম্যাচে পাচ্ছে না কিউইরা। যদিও চোট থেকে মোটামুটি সেরে উঠেছেন কিন্তু দীর্ঘদিন ধরে চোটে ভুগতে থাকায় তাকে নিয়ে এখনই ঝুঁকি নিচ্ছে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাকে আরো সময় দিয়ে পুরোপুরি প্রস্তুত করেই মূল পর্বে খেলানো হবে।
মূল পর্বে প্রথম ম্যাচ না খেললেও প্রস্তুতি ম্যাচে নিজেকে একটু ঝালিয়ে নেবেন উইলিয়ামসন। প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটার হিসেবে এবং দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং এবং ফিল্ডিং উভয়ই করবেন।
কিউইদের প্রধান কোচ গ্যারি স্টেড গণমাধ্যমকে জানান, “কেনের ফেরার ব্যাপারে শুরু থেকেই আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করেছি। সে সঠিকভাবে সেরে উঠছে এবং সম্পূর্ণ প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত মাঠে ফেরাতে কোন তাড়াহুড়ো করতে চাই না”।
আগামী পাঁচ অক্টোবর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের মূল পর্বের যাত্রা। এই উদ্বোধনী ম্যাচে উইলিয়ামসনের অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম।
আরও পড়ুন: মুশফিকও দল থেকে বাদ পড়তে পারতেন: সাকিব
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৩/এসএ