
কদিন পরই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানের মাটিতে এই আসরের আগে নিজেদের প্রস্তুতি সারতে স্বাগতিকদের সাথে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরির ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ফাইনালে তুলেছেন কেন উইলিয়ামসন। একই সঙ্গে ওয়ানডেতে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম সাত হাজার রানের রেকর্ডও গড়েছেন তিনি।
সর্বশেষ ২২টা ইনিংসে কেন উইলিয়ামসের কোনো সেঞ্চুরি ছিলো না। সেই ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ১৪৮ রান। অবশেষে সোমবার লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে দেখা মিললো কাঙ্খিত ১৪তম সেঞ্চুরির। খেললেন ১৩৩ রানের অপরাজিত ইনিংস। ১১৩ বলে ১৩ বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কা হাঁকান ৩৪ বছরের কিউই টপ অর্ডার ব্যাটসম্যান।

পাকিস্তানের লাহোরেও মিললো উইলিয়ামসনের ফ্যান
লাহোরে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে করা ৩০৪ রান নিউজিল্যান্ড ৮ বল হাতে রেখে টপকে যায় ৬ উইকেট অক্ষত রেখে। ম্যাচজয়ী ইনিংসটি খেলে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইফলকে নাম লেখালেন উইলিয়ামসন। ১৬৭ ম্যাচে ১৫৯ ইনিংস খেলে তার রান এখন ৭ হাজার এক।
আরও পড়ুন:
» উড়ন্ত ব্রাজিলের দুর্দান্ত জয়, বিশ্বকাপের টিকিট চূড়ান্ত
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেসব ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত
তালিকার শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার ৭ হাজার রান পূর্ণ করতে লেগেছে ১৫০ ইনিংস। ভারতের বিরাট কোহলি ১৬১ ইনিংস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ১৬৬ ইনিংস, ভারতের সৌরভ গাঙ্গুলি ১৭৪ ইনিংস এবং রোহিত শর্মা ১৮১ ইনিংস খেলে দ্রুততম ৭ হাজার রান ক্লাবের পরের চার স্থানে রয়েছেন।
সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে উড়িয়ে দেয় নিউজিল্যান্ড। আর দ্বিতীয় ম্যাচে আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কিউইরা। আগামীকাল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। ওই ম্যাচে বিজয়ী দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৫/এজে
