নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে এমন অনন্য রেকর্ডের মালিক হন তিনি। এতে করে রেকর্ড পাতায় নাম লেখালেন এই কিউই তারকা।
উইলিয়ামসন প্রথম কিউই ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি টেস্টে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন। মাত্র ১০৩ টেস্টে ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক কিউই অধিনায়ক। তাঁর সমান ১০৩ টেস্টে ৯ হাজার করে একই সারিতে অবস্থান করছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং পাকিস্তানের ইউনুস খান।
৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করা ক্রিকেটারদের তালিকায় সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ৯৯ টেস্ট খেলে ৯ হাজার রানের ক্লাবে পা রাখেন এই অজি তারকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। তিনি খেলছেন ১০১টি টেস্ট।
আরও পড়ুন:
» রাতে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে আসতে পারে পরিবর্তন
» এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়
তবে এমন কীর্তির দিনেও খুশি হতে পারছেন না উইলিয়ামসন। কারণ ব্যক্তিগত অর্জনে সফল হলেও হারের শঙ্কায় রয়েছে তার দল। ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৫৫ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। এতে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের লিড দাঁড়িয়েছে মাত্র ৪ রান।
চতুর্থ দিন শুরুর আগে নিউজিল্যান্ডের হাতে রয়েছে ৪ উইকেট। ফলে ম্যাচের পরিস্থিতি বলছে বাকি উইকেটগুলো নিয়ে খুব বেশি লিড নিতে পারবে না কিউইরা। যদি ১০০ এর নিচে লিড দাঁড়ায় তাহলে ইংল্যান্ড খুব সহজেই ম্যাচটা জিতে নিতে পারবে।
এর আগে ৫ উইকেটে ৩১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামে ৪৯৯ রানে।যেখানে ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক ১৭১, অলি পোপ ৭৭, বেন স্টোকস ৮০, গুস অ্যাটকিনসন ৪৮ এবং বেন ডাকেট ৪৬ রান করেন। ফলে ইংল্যান্ডের লিড দাঁড়ায় ১৫১ রানে।
সফরকারীদের ১৫১ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে পালাক্রমে উইকেট হারাতে থাকেন কিউই ব্যাটাররা। কিউইদের পড়া ৬ উইকেট ভাগ করে নেয় দুই ইংলিশ পেসার ক্রিস ওকস এবং ব্রাইডন কার্স। দুজনই সমান ৩টি করে উইকেট তুলে নেন।
কিউইদের এমন ছন্নছাড়া দিনেও নিজের মতো লড়াই করে গেছেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ১৯৭ বলে ৯৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৮৬ বলে ৬১ রান। এতে করে নাম লিখিয়েছেন রেকর্ড পাতায়।
ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান নিয়ে ক্রিজে আছেন ড্যারিল মিচেল। অপর প্রান্তে তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন নাথান স্মিথ। তিনি ১ রানে অপরাজিত আছেন।
ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৪/এসআর/বিটি