Connect with us
অন্যান্য

টানা দ্বিতীয়বার জোকোভিচকে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ

উইম্বলডন জিতলেন আলকারাজ। ছবি- রয়টার্স

এ যেন গত উইম্বলডনের পুনরাবৃত্তি ঘটল ইংল্যান্ডে। গতবার পাঁচ সেটের লড়াইয়ে নোভাক জকোভিচকে হারিয়ে প্রথমবার উইম্বলডনের সোনালী ট্রফি জিতেছিলেন আলকারাজ। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিলেন অন্যতম সেরা টেনিস খেলোয়াড় জোকোভিচ। তবে এবারও তাকে হারিয়ে আলকারাজ, তাও অনেকটাই একপেশে ভাবে।

আর এতে করে উইম্বলডনের ইতিহাসে মাত্র ৫ম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় শিরোপা জয় করেছেন আলকারাজ। আর ঠিক সেই সময় লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে এই শিরোপা জিতে নিয়েছেন এই স্প্যানিশ তারকা, যখন ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড বনাম স্পেন ফাইনাল ম্যাচ শুরু হতে বাকি আর মাত্র কিছু ঘন্টা। যেই ঘটনা স্পেন ফুটবলেও হয়তো দেবে বাড়তি অনুপ্রেরণা।

প্রায় আড়াই ঘন্টা যাবত চলতে থাকা এই ম্যাচে জোকোভিচকে তিন সেটে হারিয়েছে আলকারাজ। এদিন ৬-২, ৬-২, ৭-৫ (৬-৪) গেমে জিতে ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন এই স্প্যানিশ তারকা। এদিকে এই পরাজয়ের কারণে বয়স, হাঁটুর পুরাতন চোট অথবা কৌশলগত ভুল যেকোন কিছুকেই দোষ দিতে পারেন ৩৭ বছর বয়সী জোকোভিচ।

আলকারাজ।

এদিকে ২১ বছরের তরুণ আলকারাজ একই বছরে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জয়ের কীর্তি গড়লেন। আর এই ম্যাচে পরাজিত হয়ে রজার ফেদেরারের সর্বোচ্চ ৮ উইম্বলডন জয়ের রেকর্ড স্পর্শ করা হলো না ৭ বারের শিরোপা জয়ী জোকোভিচের। এতে করে নিজের ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা আরো বাড়িয়ে ফেললেন এই সার্বিয়ান টেনিস তারকা।

সম্প্রতি পায়ে অস্ত্রোপচার করালেও উইম্বলডনের টেনিস কোর্টে বেশ স্বাভাবিক দেখা গিয়েছিল জোকোভিচকে। কোন প্রকার আড়ষ্টতা দেখা যায়নি সেমিফাইনালেও। বেশ চমক দেখিয়েই কোর্টের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুঁটে চলেছিলেন তিনি। প্রথমবারের মতো সেমি খেলতে আসা মুসেত্তিকে খাবি খাইয়ে আসরের অন্যতম বয়স্ক এই তারকা খেলোয়াড় উঠে এসেছিলেন ফাইনালে।

আরও পড়ুন:

সৌরভের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও কৃতিত্ব দেয়না কেউ!

ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, মেজর লিগে হারলো তার দল

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য