Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে কোন ছাড় দিতে নারাজ উইন্ডিজ কোচ

Daren Sammy talk about Bangladesh
বাংলাদেশ নিয়ে কথা বললেন স্যামি। ছবি- সংগৃহীত

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারিয়ে টেস্ট সিরিজে সমতা টেনেছিল বাংলাদেশ। এবার ওয়ানডে মিশনে মাঠে নামবে যাচ্ছে টাইগাররা। আজ রাতে সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজদের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল। এই সিরিজে বাংলাদেশকে কোন প্রকার ছাড় দিতে নারাজ স্বাগতিকরা।

ঘরের মাঠে খেলা হলেও নিজেদের ফেভারিট হিসেবে এগিয়ে রাখতে চান না ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। তিনি জানান বাংলাদেশকে হালকা ভাবে দেখার কোন সুযোগ নেই। এছাড়া টাইগার ক্রিকেটারদের ক্যারিবিয়ানে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই জিততে হলে ভালো খেলেই সাফল্য অর্জন করতে হবে বলে মনে করেন তিনি।

সিরিজ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এইসব কথা বলেন ড্যারেন স্যামি। বাংলাদেশকে সহজ ভাবে নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না না, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বর্তমানে সময়টা এমন নয়, যে আমরা নিজেদের ফেভারিট দাবি করতে পারি। তারাও সম্প্রতি ভালো করছে।’

তিনি আরও বলেন  ‘আমাদের খেলাকে ও প্রতিপক্ষকে শ্রদ্ধা করতে হবে। ঘরের মাঠে খেলা, তাই লড়াকু ক্রিকেট উপহার দিতে হবে ছেলেদের। তাদের দলটাও বেশ অভিজ্ঞ, আমাদের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে। আমরা ওদের কোন ভাবেই হালকা হিসেবে নিচ্ছি না। ভালো খেললে ফলাফল আমাদের দিকে আসবে আশা করি।’

আরও পড়ুন:

» শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে

» শেষ মুহূর্তে গোল হজম করে ড্র, চাপে পড়ল বার্সেলোনা

নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে স্যামি বলেন, ‘হোম সিরিজে আপনাকে সব সময় জেতা উচিত। আমরা প্রতিপক্ষকে কোন ছাড় দিতে নারাজ। সাফল্যের জন্য যা যা করা উচিত, আমাদের তাই করতে হবে। আমি আশা করি তেমনটা করতে পারবে সবাই। দলে থাকা ক্রিকেটাররা দারুন ছন্দে রয়েছে; যদিও কিছু নতুন ছেলে আছে। তাদের হাত ধরে জয় আসবে বলে মনে করি।’

এদিকে ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে সর্বশেষ ২০১৯ সালে হেরেছিল বাংলাদেশ। তারপর ১১ বার মুখোমুখি হয়ে প্রতিবারে জয় ছিনিয়ে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এমনকি সবশেষ ২০২২ সালে ক্যারিবিয়ান সফরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। তেমনই কোন নতুন গল্প লিখতে চাইবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট