Connect with us
ফুটবল

১১ দিনের মাথায় বোনাসের কোটি টাকা বুঝে পাচ্ছেন সাফজয়ীরা

Asif Mahmud bonus saff won team
সাফজয়ীদের বোনাসের ডামি চেক দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা। ছবি- ফেসবুক

কিছুদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয় করে দেশে ফিরেছে সাবিনা খাতুনরা। এতে গতবারের মতো এবারও ছাদ খোলা আছে বরণ করে নেয়া হয় বাংলাদেশের নারী ফুটবলারদের। এরপর সেদিনই সাফ জয়ী দলকে কোটি টাকা বোনাস দেয়ার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এবার এই বিশাল অংকের বোনাস ঘোষণার ১১ দিনের মাথায় সাফজয়ী দলকে সেই পুরস্কার বুঝিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। জানা গেছে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সাফজয়ী সদস্যদের জন্য চেক পাঠিয়েছে এনএসসি। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ সদস্যের মধ্যে বন্টন করা হবে বোনাসের এই ১ কোটি টাকা।

বোনাসের এই অর্থ থেকে প্রত্যেক সদস্য পাবেন সমান ৩ লক্ষ ১২ হাজার ৫০০ শত টাকা করে। নেপালে অনুষ্ঠিত সেই আঞ্চলিক টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবলারদের স্কোয়াড ছিল ২৩ জনের। কোচিং স্টাফ, মিডিয়া ম্যানেজার, অফিসিয়াল ছিলেন ৯ জন। এই দলের টিম লিডার ছিলেন বাফুফে সদস্য টিপু সুলতান।

আরও পড়ুন:

» টানা দুই সেঞ্চুরির পর এক বিস্ময়কর লজ্জার রেকর্ড গড়লেন স্যামসন

» ভারতকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে না: আকাশ চোপড়া

এর আগে গত (৩০ অক্টোবর) ফুটবলারদের কোটি টাকা বোনাস দেয়ার ঘোষণা করার পাশাপাশি অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ডামি চেক তুলে দিয়েছিলেন আসিফ মাহমুদ। জাতীয় ক্রীড়া পরিষদ ছাড়াও ফুটবলারদের বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে।

সাফজয়ী দলের জন্য বাফুফে ঘোষণা দিয়েছে ২০ লাখ টাকার অর্থ বোনাস এবং বিসিবি দেবে ৫০ লাখ টাকা। তবে ফেডারেশনের সেই সকল বোনাস পাওয়ার আগেই জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কোটি টাকার অর্থ পুরস্কার হাতে পাচ্ছে সাফের নারী ফুটবল দলের সদস্যরা। ৩২ জনের জন্য ৩২ টি পৃথক চেক ইসু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল