বিশ্বকাপের আগে বিপর্যয় ঘটেছে বাংলাদেশ দলে। পুচকে দল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিন ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজ খেলতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে নাজমুল হাসান শান্তর দল। টানা দুটি ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে। আজ হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন শান্ত।
হিউস্টনের প্রেইরি ভিউ স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতেছেন শান্ত। কিন্তু টার্গেটে খেলার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটিংয়ের পাঠিয়েছে। আজকের একাদশে ফিরেছেন লিটন দাস। আছেন সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমও। একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক। এসেছেন হাসান মাহমুদ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি মাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচে ৬ রানের ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা।
বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
যুক্তরাষ্ট্র একাদশ: আন্দ্রেস গুইস, অ্যারোন জোনস, নিতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, শায়ান জাহাঙ্গীর, নশতুশ কেনজিগে, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, জসদ্বীপ সিং, শ্যাডলি ভ্যান শ্যালকেক ও সৌরভ নেত্রাভালকার।
আরও পড়ুন: মুশফিক-সাইফউদ্দিনদের নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
ক্রিফোস্পোর্টস/২৫ মে ২০২৪/এজে