আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু এখনও নির্ধারণ করা হয়নি টুর্নামেন্ট পরিচালনা কার্যক্রম। ভারত কি পাকিস্তানের মাটিতে খেলতে যাবে নাকি গত এশিয়া কাপের মতো ‘হাইব্রিড মডেলে’ হবে চ্যাম্পিয়ন ট্রফি সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এরই মাঝে আইসিসির ঘোষণা আসলো চ্যাম্পিয়ন ট্রফির সূচি প্রকাশ করা হবে আগামী সপ্তাহে।
চ্যাম্পিয়ন ট্রফি কোন মডেলে হবে সেটা নিয়ে ভারত-পাকিস্তানের মিডিয়াগুলো ব্যাপক সরব। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর তথ্যমতে, ‘এবারের চ্যাম্পিয়ন ট্রফি হবে ‘হাইব্রিড মডেলে’। অর্থাৎ ভারতের ম্যাচগুলো হতে পারে দুবাই অথবা শারজাহতে।’
এদিকে পাকিস্তানের সামাটিভি বলছে, ‘এবার এককভাবেই চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করবে পাকিস্তান। হাইব্রিড মডেলের আয়োজনের খবরটি ভুয়া।’
বিসিসিআই আগেই বলে দিয়েছে পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক সম্পর্কের জটিলতা সৃষ্টি হয় দুই দেশের মধ্যে। ফলে এরপর আর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়া হয় নি ভারতের। তবে বৈশ্বিক আসরে নিয়মিতই দেখা হয় এই চিরশত্রু দেশ দুটির।
এদিকে দুই দেশের রাজনৈতিক জটিলতা বিবেচনায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বলেন, ‘ভারত পাকিস্তানে খেলতে রাজি না হলে এবারের চ্যাম্পিয়ন ট্রফির আসর হাইব্রিড মডেলে হওয়ার সম্ভবনা রয়েছে।’
যদিও এর আগে ভারতের আপত্তিতে গত এশিয়া কাপও ‘হাইব্রিড মডেলে’ আয়োজন করতে হয়েছে পাকিস্তানকে। পাকিস্তানের প্রস্তাবিত সূচি অনুযায়ী এবারের আসরের উদ্বোধনী ম্যাচের পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারী এবং ভারত-পাকিস্তান মহারণ হবে ১ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই একই মাঠে ৯ মার্চ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ভারতের কথা মাথায় রেখে তাদের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে।
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড এবং ‘বি’ গ্রুপে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আফগানিস্তান।
ভারত পাকিস্তানে খেলতে আসবে কি না সে বিষয়টা নিশ্চিত করতে বিসিসিআইকে চিঠি দিয়েছে আইসিসি। যদিও বিসিসিআই সেই চিঠির জবাব এখনও দেয়নি। যদিও আইসিসির কথানুযায়ী পাকিস্তানেই হচ্ছে এবার আসর। এদিকে সবকিছু ঠিক থাকলে আগামী ১২ নভেম্বর প্রকাশিত হতে পারে চ্যাম্পিয়ন ট্রফির চূড়ান্ত সূচি। এছাড়াও ১০ নভেম্বর চ্যাম্পিয়ন ট্রফি উপলক্ষে পিসিবির কাজের গতি ও আয়োজন পর্যবেক্ষণ করতে লাহোরে যাবে আইসিসির পর্যবেক্ষণ টিম। চলতি মাসের মাঝামাঝি সময়েই ট্রফি উন্মোচন করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন : উইকেট বুঝেছে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশ্বাস
ক্রিফোস্পোর্টস/০৮নভেম্বর২৪/এসআর