গতকাল শেষ ওভারে লখনৌ সুপার জায়ান্টের জয়ের জন্যে প্রয়োজন ছিল ১৭ রান। চেন্নাইয়ের হয়ে বল হাতে ওভারটি করতে আসেন মুস্তাফিজুর রহমান। এদিন কাটার মাস্টারের সামনে সুযোগ ছিল দলকে জিতিয়ে ম্যাচের নায়ক বনে যাওয়ার। তবে আরও একটি বাজে রাত কাটানো মুস্তাফিজ হিরো হওয়ার পরিবর্তে হয়ে গেলেন ম্যাচের ভিলেন।
ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজের প্রথম বলে লং অন দিয়ে বিশাল এক ছক্কা মারেন মার্কাস স্টোনিস। পরের বলেই সজোরে হাকান ফিজের সোজাসুজি। তবে তা আটকাতে ব্যর্থ হন তিনি। প্রথম দুই বলে বাউন্ডারি হজম করে মুস্তাফিজের জন্য কঠিন হয়ে পড়ে শেষ ৪ বলে ৭ রান বাঁচানো। পরের বলটি নো বল হলে সকল আশা শেষ হয়ে যায় তখনই।
সেই নো বলটিও স্টোনিসের ব্যাটে আউটসাইড এজ হয়ে থার্ড ম্যান অঞ্চল দিয়ে পেরিয়ে যায় বাউন্ডারি। ওভারের তৃতীয় বৈধ বলে স্কয়ার লেগ দিয়ে আরও একটি চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মার্কা স্টোনিস। এদিন ৩.৩ ওভার বল করে ম্যাচে সর্বোচ্চ ৫১ রান খরচায় কেবল ১ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। তবে ম্যাচ হারালেও ফিজের ওপর দায় দেননি চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
চেন্নাই অধিনায়ক বলেন, ‘এরকম পরাজয় মেনে নেয়া কঠিন। শেষ পর্যন্ত ভালো খেলেছে লখনৌ। ১৩তম ওভার পর্যন্তও আমরা ম্যাচে ছিলাম। এই ম্যাচে শিশির বড় প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আমরা আরেকটু ভালো করতাম। কিন্তু এটা খেলারই অংশ, যা আপনার হাতে নেই তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’
হারের জন্যে নিজেদের রান যথেষ্ট না হওয়ার পাশাপাশি প্রতিপক্ষের ব্যাটারদেরও কৃতিত্ব দিয়েছেন রুতুরাজ। তিনি বলেন, ‘এই ম্যাচে জাদেজা ৪ নম্বরে ব্যাট করছে। আমাদের পরিকল্পনাই ছিলো যখনই দুই উইকেট পড়বে তখনই জাদেজা আসবে। আমি মনে করি আমাদের দলীয় রান যথেষ্ট নয়। তবে তারা যেভাবে ব্যাটিং করেছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হবে।’
আরও পড়ুন: ২৫০ স্ট্রাইকরেটে সেঞ্চুরি করতে পারেন কোহলি, বলছেন সৌরভ
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/এফএএস