কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের খেলায় এগিয়ে গিয়েও হারের স্বাদ পেয়েছে মেসিবিহীন ইন্টার মায়ামি। গেল কিছুদিন যাবত পেশির অস্বস্তিতে ভোগায় এই ম্যাচেও মাঠে নামেননি দলটির অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি। তবে দলের পরাজয় মাঠে বসেই দেখেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে নিজেদের ডেরায় মন্টেরির মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ঘরের মাঠে প্রথমার্ধেই মন্টেরির বিপক্ষে এগিয়ে যায় মায়ামি। তবে দ্বিতীয় আর্ধে প্রতিপক্ষের থেকে ২-১ গোল হজম করে পরাজয় নিয়েই টুর্নামেন্টের সেমিফাইনাল বেশ অনেকটা কঠিন করে ফেলেছে মায়ামি।
এদিন মায়ামির মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে মন্টেরি। যার প্রভাব দেখা যায় ম্যাচের বল দখলের পরিসংখ্যানেও। শুরুর দিকে অসংখ্য ভালো আক্রমণ তৈরি করেছিল সফরকারীরা। অবশ্য সফলতা পাচ্ছিল না দলটি। তবে প্রথমার্ধে পাল্টা আক্রমণ থেকে উল্টো লিড পেয়ে যায় ইন্টার মায়ামি।
ম্যাচের ১৯ তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে সরাসরি জালে জড়ান আর্জেন্টাইন ফুটবলার টমাস এভিলেস। এরপর ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে মন্টেরি। তবে প্রথম আর্ধের বিরতির আগে আর কোন সফলতা পায়নি দলটি। ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয় আর্ধ শুরু করে ইন্টার মায়ামি।
দ্বিতীয় আর্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে মন্টেরি। এতে করে ম্যাচের ৬৭ মিনিটে প্রথম সফলতা পায় দলটি। কর্নার থেকে পাওয়া বলে সতীর্থের হেড রুখে দেন মায়ামির গোল কিপার। তবে ফিরতি বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি আরেক আর্জেন্টাইন ম্যাক্সিমিলিয়ানো মেজা।
এরপর ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে আরও একটি গোল করে মন্টেরির জয় নিশ্চিত করেন জেমস রদ্রিগেজ। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটে দূরের পোস্ট লক্ষ্য করে জালে বল জড়ান তিনি। শেষ মুহূর্তে কোন চমক দেখাতে না পারলে ২-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এতে করে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল কঠিন করে তুলল মেসির দল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের খেলায় পিছিয়ে থেকেই আগামী বৃহস্পতিবার (১১ মার্চ) প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে মায়ামি।
আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশে আসছে ভারত, ম্যাচ কবে কখন?
ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৪/এফএএস