Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ নিশ্চিতের পর র‍্যাঙ্কিংয়েও বড় উন্নতি নারী ক্রিকেটারদের

Women cricketers make big jump in rankings
আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

পাকিস্তানে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইয়ে নানা নাটকীয়তার পর সেরা দুইয়ে থেকে মূল পর্বের টিকিট কেটেছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ নিশ্চিত করে গতকাল দেশে ফিরেছে টাইগ্রেসরা। আর দেশে ফিরেই আইসিসি থেকে সুখবর পেয়েছেন একাধিক ক্রিকেটার।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন অনেকেই। তার সুবাদেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখেছেন বেশ কয়েকজন ক্রিকেটার।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নতুন র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার। বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্যে স্কটল্যান্ডের বিপক্ষে ৪০ রানে ৪ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। এর সুবাদে ২ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬১৮।

আরও পড়ুন:

» শান্ত-জাকেরের ব্যাটে স্বস্তিতে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

» রানার বলে আউট হয়ে গতির প্রশংসা করলেন ব্রায়ান বেনেট 

একধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন রাবেয়া খান। তিনিও শিকার করেছেন ৬ উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন এই স্পিনার। ফাহিমা খাতুন এগিয়েছেন দুই ধাপ। বর্তমানে ৪৬ নম্বরে অবস্থান করছেন তিনি। বাছাইপর্বে সবকটি ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেন তিনি। থাইল্যান্ডের বিপক্ষে২১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই স্পিনার।

এছাড়া লম্বা লাফ দিয়েছেন পেসার মারুফা আক্তার। ১১ ধাপ এগিয়ে ৪৯ নম্বরে উঠে এসেছেন তিনি। বাছাইপর্বে ৪ উইকেট শিকার করেন এই পেসার। এটাই তার ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং।

ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করা শারমিন আক্তার। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন তিনি। এটি তার ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং। বাছাইপর্বে ৫ ইনিংসে প্রায় ৬৭ গড়ে ২৬৬ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।

এছাড়া লম্বা লাফ দিয়েছে রিতু মনি। ১৫ ধাপ এগিয়ে ৭৩তম স্থানে উঠে এসেছেন তিনি। ৪ ইনিংসে ৪৭ এর বেশি গড়ে ১৪২ রান করেছেন এই অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট