অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফরে খুব একটা পাত্তা পায়নি স্বাগতিকেরা। অজি নারীদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে যাচ্ছেতাই দলীয় পারফরম্যান্সে হারতে হয়েছে টাইগ্রেসদের। কিন্তু কয়েকজন টাইগ্রেস বোলার বল হাতে আলো ছড়িয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে বিশেষভাবে নজর কেড়েছেন। যার ফলে আইসিসি থেকে সুখবর পেয়েছেন তারা।
আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দল দেখেছেন কয়েকজন বোলার। এর মধ্যে তালিকায় সবচেয়ে বেশি এগিয়েছেন শেষ টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করে আলো কেঁড়ে নেওয়া ফারিহা তৃষ্ণা। সেই ম্যাচের পরে সবশেষ প্রকাশিত হালনাগাদে ৪৮ ধাপ এগিয়ে এখন ৮৭ তম স্থানে উঠে এসেছেন তিনি।
বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন স্পিনার রাবেয়া খান। ৫ ধাপ এগিয়ে টাইগ্রেসদের মধ্যে সবার শীর্ষে ১৬ নম্বরে এই স্পিনার। অপরদিকে আরেক বোলার নাহিদা আক্তার ২ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে উঠে এসেছেন। তবে বোলারদের শীর্ষস্থান এখনো ইংলিশ বোলার সোফি একলেস্টনের দখলেই।
আর ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার শীর্ষে আছেন টাইগ্রেস কাপ্তান নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক এখন ১৬ তম স্থানে অবস্থান করছেন। আর অজি অধিনায়ক অ্যালিসা হিলি ১ ধাপ এগিয়ে ৬ নম্বরে উন্নীত হয়েছেন।
আরও পড়ুন: অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরলেন আমির ও ইমাদ
ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৪/এমএস/এমটি