Connect with us
ফুটবল

সাফের শিরোপা জড়িয়ে ঘুমালেন নারী ফুটবলাররা

women footballer sleep with saff trophy
শিরোপা জড়িয়ে নারী ফুটবলাররা। ছবি- ফেসবুক

এর আগে ২০২২ সালে প্রশান্তির একরাত অতিবাহিত করেছিলেন বাংলাদেশের নারী ফুটবলাররা। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নিয়েছিলেন লাল সবুজের প্রতিনিধিরা। এবার আরও একবার সাফের শিরোপা ধরে রাখলেন সাবিনা খাতুনরা। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে উল্লাসে মেতেছেন তারা।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) নেপালকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে সাফের শিরোপা উচিয়ে ধরেছে বাংলাদেশ। ট্রফি জয়ের পর নানা আনন্দে মেতে উঠতে দেখা গেছে নারী ফুটবলারদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে নেচে গেয়ে উদযাপন করতে দেখা যায় তাদের। এবার রাতে ট্রফি জড়িয়ে ঘুমাতে দেখা গেল সুমাইয়া-সানজিদাদের।

সাফ জয়ের পর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে প্রশান্তির রাত কাটিয়েছে নারীর ফুটবলাররা। আর এমন মুহূর্ত করে রাখা হয়েছে ফ্রেমবন্দি। মাতশুসিমা সুমাইয়া ও সানজিদা আক্তার নিজেদের অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকে শেয়ার করেছেন তেমন কিছু ছবি। যেখানে দেখা যায় সাফজয়ী দলের সদস্য সুমাইয়া ট্রফি পাশে নিয়ে ঘুমিয়ে আছেন শান্তিতে।

আরও পড়ুন:

» নারী ফুটবলের দারুন সাফল্যে অভিনন্দন জানালেন ক্রিকেট তারকারা

» পাপনসহ বিসিবির ১১ পরিচালক হারালেন তাদের সদস্যপদ

নিজের সেই ছবির উপরে ক্যাপশনে সুমাইয়া লেখেন, ‘শুভরাত্রি। আগামীকাল দেখা হচ্ছে বাংলাদেশে, ইনশাআল্লাহ।’ এদিকে সানজিদা আক্তার শিরোপা নিয়ে তোলা দুটি ছবি প্রকাশ করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায় শিরোপা জড়িয়ে চুমু খাচ্ছেন এই নারী ফুটবলার।

নারী ফুটবলারদের এমন কর্মকাণ্ড অতিরঞ্জিত কিছুই নয়। কেননা বাংলাদেশের ফুটবলের সকল বড় অর্জন এসেছে তাদের হাত ধরেই। টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে নিজেদের সামর্থের জানান দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাদের জন্য গর্বিত গোটা দেশ; অভিনন্দন জানিয়েছেন সকল পর্যায়ের মানুষ।

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল