নারী ফুটবল বিশ্বকাপের নবম আসরে শুভসূচনা করেছে ব্রাজিলের মেয়েরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পানামাকে হারিয়েছে সেলেসাওরা। অধরা সোনালি ট্রফিটা এবার উঁচিয়ে ধরতে চায় ব্রাজিল।
অস্ট্রেলিয়ার হিন্ডমার্শ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৪ গোলে উড়িয়ে দিয়ে সেই বার্তাই দিয়েছে লাতিন আমেরিকার দেশটি। ৪-০ গোলের সেই ম্যাচে হ্যাটট্রিক করেন ব্রাজিলের অ্যারি বোরগেজ।
এদিকে ছেলেদের বিশ্বকাপে ব্রাজিল রেকর্ড পাঁচবার শিরোপা ঘরে তুললেও মেয়েদের সেই স্বপ্ন অধরা রয়ে গেছে। ২০০৭ সালে ফাইনাল খেলেও ট্রফি ছুঁতে না পেরে আক্ষেপে পুড়েছে সেলেসাও তরুণীরা। জার্মানির কাছে ২-০ গোলে হেরেছিল তারা। এবার নবম আসরে সেই আক্ষেপ ঘোচানোর পালা।
‘এফ’ গ্রুপে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ জ্যামাইকা ও ফ্রান্স। আগামী ২৯ জুলাই ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিলের মেয়েরা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২ আগস্ট জ্যামাইকার বিপক্ষে খেলবে টিম ব্রাজিল। দুটো ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
আরও পড়ুন: ইমার্জিং এশিয়া কাপ: ভারতকে হারিয়ে শিরোপা জিতল পাকিস্তান
ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৩/এসএ