ফুটবল বিশ্বকাপকে নিয়ে সারা বিশ্বের মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। তবে সেটা ছেলের ফুটবল বিশ্বকাপ। নারীদের বেলায় দেখা যায় ভিন্ন চিত্র।
এবারো একই চিত্র দেখা যাচ্ছে। নিউজিল্যান্ডের সমর্থকেরা নারী ফুটবল বিশ্বকাপ নিয়ে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছেন। এবারের বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ড।
কিউইদের মাঠের খেলার টিকিট বিক্রি চলছে ধীর গতিতে। টুর্নামেন্ট শুরু হতে বাকি আর এক সপ্তাহ তবুও টিকিট বিক্রি চলছে ধীর গতিতে। তাই ২০ হাজার টিকিট ফ্রিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
নিউজিল্যান্ডের চার ভেন্যু শহর অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন ও ডানেডিনে অনুষ্ঠিত হবে খেলা। কিউই দর্শকদের গ্যালারিতে আনা খুবই কঠিন কাজ বলে জানিয়েছেন ফিফার নারী ফুটবলের প্রধান অফিসার সারাই বারেম্যান। তবে তারা চেষ্টা করছেন দর্শকদের আগ্রহী করার।
এমনকি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নও চেষ্টা করছেন দর্শকদের আগ্রহ বাড়াতে। প্রধানমন্ত্রী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যেমে লিখেছেন, ‘কয়েক সপ্তাহ ধরেই আমার সামাজিক মাধ্যম প্রচুর ফুটবল সংবাদে ভরে গেছ, একজন বিশেষজ্ঞ না হয়েও। কিন্তু আমি এতটাই উত্তেজিত যে নিউজিল্যান্ড এত বড় অনুষ্ঠান আয়োজন করছে…।’
তবে টিকিট বিক্রির ক্ষেত্রে ভিন্ন চিত্র অস্ট্রেলিয়াতে। ১০ লাখ টিকিটের বেশির ভাগই বিক্রি হয়েছে অস্ট্রেলিয়ায়।
আরও পড়ুন: ফিফা নারী ফুটবল বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৩/এমএ